Wednesday 07 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেঙ্গুতে মৃত্যুহীন দিনে ৬৮ জন হাসপাতালে ভর্তি

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জানুয়ারি ২০২৬ ১৮:১৮ | আপডেট: ৫ জানুয়ারি ২০২৬ ১৯:৫৮

ছবি: সারাবাংলা

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এ সময়ে ৬৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে পুরুষ ৪৩ জন এবং নারী ২৫ জন।

সোমবার (৫ জানুয়ারি) সন্ধায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি, অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৪, ঢাকা উত্তর সিটিতে ১২, ঢাকা দক্ষিণ সিটিতে ৬, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৫, রাজশাহী বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩ এবং সিলেট বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১ জন রয়েছেন।

বিজ্ঞাপন

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৩২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এসময়ে ডেঙ্গুতে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এর আগে, সদ্য বিদায়ী ২০২৫ সালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪১৩ জনের মৃত্যু হয়েছে। সেইসঙ্গে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ২ হাজার ৮৬১ জন। এছাড়া, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ১ হাজার ৭৫৬ জন।

সারাবাংলা/এমএইচ/এমপি
বিজ্ঞাপন

‎নিয়োগ দিচ্ছে বম্বে সুইটস
৭ জানুয়ারি ২০২৬ ০৮:২৯

কর্ণফুলী গ্রুপে কর্মী নিয়োগ
৭ জানুয়ারি ২০২৬ ০৮:০৯

আরো

সম্পর্কিত খবর