ক্যান্সার আক্রান্ত শামসুজ্জামানের চিকিৎসায় সহায়তা প্রয়োজন
২৭ নভেম্বর ২০১৮ ২০:০১
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
ঢাকা: পরপর দু’টি সুসংবাদ। ৩৯তম বিসিএস (স্পেশাল) প্রিলিমিনারি পরীক্ষায় পাস করেছেন শারমিন জাহান। এর দু’মাস আসে এমবিবিএস পাস করে ইন্টার্ন শুরু করেন তিনি। তাদের পাঁচ বছরের সংসার একটু একটু করে গুছিয়ে উঠছে। দু’চোখ ভরা অনেক স্বপ্ন একটা একটা করে পূরণ করতে হবে, যেতে হবে বহুদূর।
এ রকম সময়ে হঠাৎ অসুস্থ বোধ করেন তার স্বামী শামসুজ্জামান। তার পা এবং মুখ কিছুটা ফুলে ওঠে। একজন মেডিসিন বিশেষজ্ঞ কিছু পরীক্ষা-নিরীক্ষা করাতে পরামর্শ দেন। তখনও এই দম্পতি জানতেন না তাদের সাজানো বাগানে ঝড় উঠতে যাচ্ছে। পরীক্ষায় ধরা পড়ে শামসুজ্জামান দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত।
শারমিন জাহানের চিকিৎসক মনও মেডিকেল রিপোর্টের ওপর বিশ্বাস রাখতে পারেনি। আরও তিনবার পরীক্ষা করানো হয়। বিধি বাম! ফলাফল একই আসে। জমানো টাকা, জমি বিক্রি- সর্বস্ব দিয়ে শুরু করা হয় চিকিৎসা। কিন্তু ক্যান্সারের মতো ব্যয়বহুল চিকিৎসায় সে টাকা যেন মুহূর্তেই শেষ হয়ে যায়। ভরসা কেবল শারমিনের ইন্টার্নশিপের সামান্য ভাতা।
হেমাটোলজিস্ট এবং অনকোলজিস্ট চিকিৎসকরা বলেছেন, দীর্ঘ মেয়াদী চিকিৎসা নিতে হবে শামসুজ্জামানকে।
সাহায্য পাঠানোর ঠিকানা-
অ্যাকাউন্ট নাম: shamsuzzaman
অ্যাকাউন্ট নম্বর: 255.103.68196 (ব্যক্তিগত)
ব্যাংক: ডাচ বাংলা ব্যাংক
শাখা: পান্থপথ
রাউটিং নম্বর: 090270424
বিকাশ নম্বর: ০১৯১৬-৫৬৩৪১৩ (ব্যক্তিগত)
০১৭১২-৬০৪৪৮১ (ব্যক্তিগত)
সারাবাংলা/জেএ/এটি