Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আট দিনে ঢামেক হাসপাতালে এক হাজার ডেঙ্গু রোগী


৮ আগস্ট ২০১৯ ১৮:২৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) গত আটদিনে এক হাজার ৬৯ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে ছুটি নিয়েছে ৪৫৭ জন।

বৃহস্পতিবার (৮ আগস্ট) সংবাদ সম্মেলনে এ তথ্য জানান হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন।

হাসপাতাল পরিচালক বলেন, ‘গত ২৪ ঘণ্টায় ১৩০ জন রোগী ডেঙ্গু জ্বর নিয়ে ভর্তি হয়েছেন। ছুটি নিয়েছেন ১৭৬ জন। বর্তমানে ৬৭৫ জন রোগী হাসপাতালে ভর্তি আছে।’

গত জুলাই মাসে রোগীর ভর্তি সংখ্যা ছিল ২ হাজার ৪৬৪ জন। এর মধ্যে ছুটি নিয়েছেন ২ হাজার ৩৯১ জন।

সংবাদ সম্মেলনে পরিচালক নাসির উদ্দিন জানান, শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট প্রস্তুত রাখা হয়েছে। যতক্ষণ পর্যন্ত আমরা হাসপাতালে চিকিৎসা দিতে পারব, ততক্ষণ পর্যন্ত রোগী স্থানান্তর করা হবে না।

বিজ্ঞাপন

এক প্রশ্নের জবাবে পরিচালক নাসির উদ্দিন বলেন, ‘অন্য হাসপাতালে শুধু নিলেই হবে না। সার্বক্ষণিক পর্যবেক্ষণ করতে হবে। আমরা হাসপাতালে আট হাজার রোগীর চিকিৎসা দিতে পারব। এর বেশি হলে রোগী স্থানান্তর করা লাগবে।’

টপ নিউজ ডেঙ্গু রোগী ঢামেক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর