Monday 02 Dec 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার ৫৭ ওয়ার্ডে এডিস মশার ঘনত্ব বেশি

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ ডিসেম্বর ২০২৪ ০১:১১ | আপডেট: ৩ ডিসেম্বর ২০২৪ ০২:১৪

ঢাকা: রাজধানীর দুই সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডে এডিস মশার ব্যাপক ঘনত্ব পাওয়া গেছে বর্ষাকালীন জরিপে। এর মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২১টি ও দক্ষিণ সিটির ৩৫টি ওয়ার্ডে এডিসের ঘনত্ব অনেক বেশি বলে উঠে এসেছে স্বাস্থ্য অধিদফতরের জরিপে।

মশার ঘনত্ব জানতে বছরে তিনবার জরিপ করে স্বাস্থ্য অধিদফতর। তবে অর্থ সংকটের কারণে চলতি বছর দেরিতে শুরু হয় বর্ষাকালীন জরিপ।

স্বাস্থ্য অধিদফতর জানায়, এবার রাজধানীর দুই সিটি করপোরেশনের তিন হাজার ১৩৪টি বাড়িতে যায় জরিপ দল। এর মধ্যে ৫৪৬টি বা ১৭ শতাংশ বাড়িতেই এডিসের লার্ভা পান তারা।

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবু জাফর বলেন, উঁচু ভবন বা বিভিন্ন জায়গায় পানি জমে থাকতে পারে। ফুলের টব, এমনকি গাছের ডগায় জমে থাকা পানিতেও এডিস আসতে পারে। পানির ট্যাংকের চারপাশে যে মেটালিক জায়গায় থাকে, সেখানেও পানি জমে এডিসের লার্ভার জন্য আদর্শস্থল হতে পারে।

তিনি বলেন, যেখানে যেখানে পানি জমে থাকে সেখানে লার্ভা তৈরি হওয়ার সুযোগ বেড়ে যায়, লার্ভা জন্ম নেয়। এ বিষয়গুলো আমরা গুরত্ব সহকারে দেখছি না। ডেঙ্গু নিয়ন্ত্রণে সবাইকে সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি।

সারাবাংলা/এসবি/টিআর

ডেঙ্গু স্বাস্থ্য অধিদফতর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর