Tuesday 08 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চালু হলো পাঠাও পে

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ জুলাই ২০২৫ ১৫:০৬

পাঠাও এবার নিয়ে এসেছে পাঠাও পে।

ঢাকা: বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও এবার নিয়ে এসেছে পাঠাও পে। এই নতুন ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে খুব সহজেই টাকা ট্রানজেক্ট, অ্যাকসেস এবং ম্যানেজ করতে পারবেন।

মঙ্গলবার (৮ জুলাই) থেকে সারাদেশে ডিজিটাল সার্ভিস সহজ করার পথে এটি পাঠাও-এর আরেকটি বড় পদক্ষেপ। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠাও পে দিয়ে আপনি এখন খাবার অর্ডার করা, রাইড নেওয়া, বন্ধুদের সঙ্গে বিল ভাগ করা বা কাউকে টাকা পাঠানো সবকিছুই করতে পারবেন একদম সহজে। সঙ্গে আছে কিছু মজার ফিচারও, যেমন পে ট্যাগ দিয়ে পার্সোনাল ইনফর্মেশন শেয়ার না করেও সহজে টাকা রিসিভ করা বা অনেকের কাছ থেকে একসাথে টাকা তোলা, স্প্লিট পে দিয়ে বন্ধুদের সাথে বিল ভাগাভাগি করা, গ্রুপ সেন্ড মানি দিয়ে একসঙ্গে অনেকজনকে টাকা পাঠানো, এবং অটো পে দিয়ে অটোমেটেড পেমেন্ট সিস্টেম এখন ট্রানজেকশনকে করবে আরও দ্রুত, স্মার্ট ও সুবিধাজনক।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ইউজাররা এখন মোবাইল রিচার্জও করতে পারবেন অ্যাপ থেকেই। আর খুব সহজেই পাঠাও পে-তে অ্যাড মানি করতে পারবেন আপনার ডেবিট ও ক্রেডিট কার্ড (ভিসা, মাস্টারকার্ড, এমেক্স) বা নগদ থেকে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, লঞ্চ উপলক্ষে নতুন পাঠাও পে ইউজাররা পাচ্ছেন পাঠাও-এর কোর সার্ভিসগুলোতে ৩ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক! প্রতি সার্ভিস অনুযায়ী ক্যাশব্যাক পাচ্ছেন পাঠাও ফুড-এ সর্বোচ্চ ১ হাজার টাকা, পাঠাও কার রাইডে সর্বোচ্চ ১ হাজার টাকা, পাঠাও বাইক-এ সর্বোচ্চ ৫০০ টাকা এবং পার্সেল ডেলিভারিতে সর্বোচ্চ ৫০০ টাকা। কোনো ঝামেলা ছাড়াই শুধু পাঠাও সার্ভিসগুলো ব্যবহার করলেই উপভোগ করতে পারবেন এই দারুণ ক্যাশব্যাক। তাই, এখনই পাঠাও অ্যাপে গিয়ে সাইন আপ করুন পাঠাও পে-তে, আর পেমেন্ট করুন পাঠাও পে দিয়ে।

পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেছেন, “পাঠাও পে হলো ডিজিটালি নিজস্ব ফাইন্যন্স নিয়ন্ত্রণের একটি অন্যতম সহজ উপায়। পাঠাও পে-এর মাধ্যমে আপনার ফান্ড যখন যেভাবে প্রয়োজন সেভাবেই অ্যাকসেস, ট্রানজেক্ট ও ম্যানেজ করতে পারবেন। এটি বাংলাদেশের জন্য একটি নতুন ডিজিটাল ফাইন্যান্স সল্যুশন, যা আপনার প্রয়োজন অনুযায়ী তৈরি করা হয়েছে।”

সারাবাংলা/ইএইচটি/এমপি

ডিজিটাল প্ল্যাটফর্ম পাঠাও পে