ঢাকা: রানার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বন্ডস্টাইন ‘আপনার গাড়ির নিরাপত্তা এখন হাতের মুঠোয়’ স্লোগান নিয়ে টাঙ্গাইল ও কালিয়াকৈর এলাকায় তাদের ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকার-এর ডিলারশিপ ও খুচরা বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেছে।
শনিবার (১১ অক্টোবর) এই ডিলারশিপ পয়েন্টের উদ্বোধন করা হয়। উদ্যোগের মাধ্যমে স্থানীয় মোটরযান মালিকরা গাড়ির নিরাপত্তা এবং ডিজিটাল ট্র্যাকিং-এর সুবিধা সহজলভ্য করতে পারবেন।
ডিলারশিপের উদ্বোধন করা হয়েছে দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারি-এর সাথে অংশীদারিত্বে, যা গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা নিশ্চিত করার প্রতি বন্ডস্টাইনের অঙ্গীকারকে তুলে ধরে।
বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম বলেন, ‘সর্বক্ষেত্রে নির্ভরযোগ্য ও দ্রুত সেবা এখন গ্রাহকদের প্রধান চাহিদা। টাঙ্গাইল ও কালিয়াকৈর এলাকার যেকোনো গাড়ির মালিকদের নিরাপত্তার দুশ্চিন্তা কমাতে দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর সঙ্গে আমাদের যৌথ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। গাড়ির নিরাপত্তা প্রদানের পাশাপাশি ৫ বছরের বিক্রয়োত্তর সেবা সহ আমাদের ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকিং গ্রাহকদের একটি সত্যিকারের ডিজিটাল লাইফস্টাইল উপভোগের সুযোগ করে দেবে।’
তিনি আরও যোগ করেন, ‘‘এই ডিলার পয়েন্টের মাধ্যমে স্থানীয় পরিবহন ব্যবসায়ীদের সহযোগিতায় গ্রাহকদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে চাই। আমরা এই অঞ্চলে #1 জিপিএস ট্র্যাকিং ব্র্যান্ড হওয়ার লক্ষ্যে কাজ করছি। এই ডিলার পয়েন্ট ‘ট্র্যাক মাই ভেহিক্যাল’ জিপিএস ট্র্যাকার-এর মাধ্যমে গাড়ি চুরি রোধ, রিয়েল-টাইম ট্র্যাকিং এবং উন্নত নিরাপত্তা বৈশিষ্ট্যসহ অন্যান্য অত্যাধুনিক সুবিধা প্রদান করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ডস্টাইনের সিইও মীর শাহরুখ ইসলাম এবং দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর স্বত্তাধিকারী মো. খোরশেদ আলম। এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির হেড অফ সেলস এস এম হাবিবুর রহমান টিপু, দয়াল টায়ার অ্যান্ড ব্যাটারীর ব্যবস্থাপনা পরিচালক মো. সালমান হোসেন, বন্ডস্টাইনের অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার মাহফুজুর রহমান এবং টেরিটরি সেলস ম্যানেজার শাহরিয়ার আতিক সতেজ।
বন্ডস্টাইনের এই নতুন ডিলার পয়েন্ট চালুর মাধ্যমে টাঙ্গাইল ও কালিয়াকৈরের যানবাহন মালিকরা সহজে এবং সাশ্রয়ী মূল্যে উচ্চমানের জিপিএস ট্র্যাকিং সেবা গ্রহণ করতে পারবেন।