Tuesday 14 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এক চার্জেই ১২ ঘণ্টা গেমিং হবে ভিভো ভি৬০ লাইটে

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ অক্টোবর ২০২৫ ২০:৩৮

ঢাকা: গেমিংয়ে প্রয়োজন স্পিড—একটু ল্যাগ বা ফ্রেমড্রপই বদলে দিতে পারে জয়ের গল্প। ব্যস্ত দিনের শেষে একটু বিনোদনের আশায় যখন গেমিংয়ের জগতে হারিয়ে যেতে মন চায়, তখন ফোনের ধীরগতি বা অতিরিক্ত তাপমাত্রা নষ্ট করে দিতে পারে পুরো অভিজ্ঞতাকে। এই সমস্যার নির্ভরযোগ্য সমাধান নিয়ে এসেছে ভিভো ভি৬০ লাইট।

মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গেমিংয়ে স্পিড ও স্মুথ এক্সপেরিয়েন্স নিশ্চিত করতে ভিভো ভি৬০ লাইটে যুক্ত হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর। যা গেমিং ও দৈনন্দিন পারফরম্যান্সে যোগ করবে নতুন মাত্রা। ভারী গেমে আল্ট্রা-স্মুথ, ল্যাগ-ফ্রি অভিজ্ঞতা দিতে এতে আছে উন্নত ৪ ন্যানোমিটার ৫জি চিপসেট। ফোনটির সিপিইউ মাল্টিকোর পারফরম্যান্স নির্ধারিত কাজের ধরন অনুযায়ী বাড়তে পারে সর্বোচ্চ ৪৯ শতাংশ পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রতিষ্ঠানটি জানায়, ফোনটি দিয়ে টানা ৩ ঘণ্টা পর্যন্ত ৯০ এফপিএস-এর মসৃণ ও স্থিতিশীল গেমপ্লে উপভোগ করা যায়। একাধিক অ্যাপ একসঙ্গে নির্বিঘ্নে চালাতে সহায়তা করে এর স্মার্ট অপ্টিমাইজেশন সিস্টেম, যা দেয় ৬০ মাস পর্যন্ত স্মুথ এক্সপেরিয়েন্সের নিশ্চয়তা। ১২ জিবি র‌্যামের সঙ্গে ১২ জিবি এক্সটেন্ডেড র‌্যাম ও ২৫৬ জিবি রম থাকায় বড় ফাইল, হাই-এন্ড গেম ও এইচডি মুভি সংরক্ষণে রয়েছে পর্যাপ্ত জায়গা।

ভিভো জানায়, গেমে স্পিড ও স্কিলের পাশাপাশি দরকার দীর্ঘস্থায়ী ব্যাটারি। মাত্র ৭.৫৯ মিমি পুরুত্বের আল্ট্রা স্লিম এই ফোনে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্লুভোল্ট ব্যাটারি, যা দিয়ে টানা ১৬ ঘণ্টা পর্যন্ত স্ট্রিমিং, গেমিং ও চ্যাটিং করা যাবে। একটানা ১২ ঘণ্টা পাবজি খেলাও সম্ভব হবে এতে। বাইপাস চার্জিং সুবিধা থাকায় ফোনটি ব্যাটারি এড়িয়ে সরাসরি চার্জার থেকে চালানো যাবে—ফলে ব্যাটারি অতিরিক্ত গরম হবে না এবং চার্জিং অবস্থাতেও নিরবচ্ছিন্ন গেমিং করা যাবে। ফোনটির ৫ বছরের ব্যাটারি হেলথ গ্যারান্টি দিচ্ছে ভিভো।

প্রতিষ্ঠানটি আরও জানায়, ভিভো ভি৬০ লাইট তৈরি হয়েছে ট্রাভেলের পারফেক্ট সঙ্গী হিসেবে। দিনের শেষে যেখানেই থাকুন না কেন, এই ফোন দিবে সম্পূর্ণ সাপোর্ট। সারাদিনের যেকোনো মুহূর্ত ধারণে ভি সিরিজের ক্যামেরা হবে সম্পূর্ণ ভরসাযোগ্য—সাথে থাকছে নানা অ্যাডভান্সড এআই অপশন। ফোরজি ও ফাইভজি—উভয় সংস্করণেই পাওয়া যাচ্ছে নতুন এই ফোনটি।

সব মিলিয়ে, গেমিং, ট্রাভেল কিংবা প্রতিদিনের যেকোনো কাজ সামলাতে ভিভো ভি৬০ লাইট এক কথায় অসাধারণ।

সারাবাংলা/ইএইচটি/এমপি
বিজ্ঞাপন

আরো