ঢাকা: দেশের গ্যাজেটপ্রেমীদের সেরা দামে আসল (অথেনটিক) পণ্য সরবরাহ ও দ্রুততম ডেলিভারির নিশ্চয়তা নিয়ে যাত্রা শুরু করলো নতুন ই-কমার্স প্ল্যাটফর্ম গ্র্যাবী (Grabee.com.bd)। সম্প্রতি অনলাইনে আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় প্ল্যাটফর্মটির। মঙ্গলবার (১৪ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিষ্ঠানটি জানায়, মোশন ভিউ লিমিটেডের সিস্টার কনসার্ন হিসেবে গ্র্যাবী দেশের গ্যাজেট ক্রেতাদের জন্য হতে যাচ্ছে এক নির্ভরযোগ্য অনলাইন গন্তব্য।
এই প্ল্যাটফর্মে পাওয়া যাবে বিশ্বখ্যাত ব্র্যান্ডের স্মার্টওয়াচ, হেডফোন, চার্জার, ক্যাবল, স্পিকারসহ নানা ধরনের গ্যাজেট ও অ্যাক্সেসরিজ। এছাড়া হোম অ্যাপ্লায়েন্সসহ গ্রাহকের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় বিভিন্ন পণ্যও যুক্ত হয়েছে এতে। সহজতা ও স্টাইলের সমন্বয়ে সাজানো হয়েছে পুরো পণ্যতালিকা।
গ্র্যাবীর ব্যবস্থাপনা পরিচালক ইমরুল হাসান বলেন, ‘আমাদের লক্ষ্য একটাই— গ্রাহকদেরকে সেরা গ্যাজেটটি সেরা দামে দেওয়া। আমরা সবসময় মান ও মূল্যের ভারসাম্য বজায় রেখে ক্রেতার আস্থা অর্জন করতে চাই।’
প্রতিষ্ঠানটির ডেপুটি জেনারেল ম্যানেজার খালিদ হাসান বলেন, ‘বাংলাদেশে নির্ভরযোগ্য গ্যাজেটভিত্তিক ওয়েবসাইটের সংখ্যা এখনো সীমিত। অনেক সময় গ্রাহকরা ডেলিভারি বিলম্ব ও দামের অসঙ্গতিতে ভোগেন। গ্র্যাবী প্রতিশ্রুতিবদ্ধ—গ্রাহক যেন সবচেয়ে কম দামে আসল পণ্য পান এবং দ্রুততম সময়ে সেটি হাতে পৌঁছায়।’
প্রযুক্তি বিশ্লেষকরা মনে করছেন, গুণগত মান ও গ্রাহকসেবায় গ্র্যাবী যদি তাদের প্রতিশ্রুতি রক্ষা করতে পারে, তাহলে অল্প সময়ের মধ্যেই এটি দেশের অন্যতম শীর্ষ গ্যাজেট ই-কমার্স প্ল্যাটফর্মে পরিণত হবে।