Wednesday 29 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড: হার্ডওয়্যার খাতে ক্ষতি ৩৫ কোটি টাকা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৫ ১৯:৪২

ঢাকা: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডে দেশের তথ্যপ্রযুক্তি ও হার্ডওয়্যার খাতে বিপুল ক্ষতি হয়েছে। প্রাথমিক হিসাবে ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা, তবে প্রকৃত ক্ষতি আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

বুধবার (২৯ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।

বিসিএস জানায়, ১৮ অক্টোবরের অগ্নিকাণ্ডের পর ক্ষতির প্রকৃত চিত্র নির্ধারণে সদস্য প্রতিষ্ঠানগুলোর কাছে জরুরি ভিত্তিতে তথ্য চেয়ে চিঠি পাঠানো হয় এবং অনলাইনে একটি ফরম সরবরাহ করা হয়। সদস্যদের প্রদত্ত তথ্যের ভিত্তিতেই প্রাথমিক ক্ষতির এই হিসাব তৈরি হয়েছে।

বিজ্ঞাপন

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিসিএস সদস্যদের প্রযুক্তিপণ্যের ক্ষতির পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে স্মার্ট টেকনোলজি বাংলাদেশ লিমিটেড, ডাটাটেক কম্পিউটার, নিউটেক টেকনোলজি, দিহান এন্টারপ্রাইজ ও রিভ সিস্টেম।

বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, ‘অগ্নিকাণ্ডে প্রকৃত ক্ষতির পরিমাণ এখনও পুরোপুরি নির্ধারণ করা সম্ভব হয়নি। সদস্য প্রতিষ্ঠানগুলো থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ চলছে। প্রাথমিক হিসাব অনুযায়ী ক্ষতি প্রায় ৩৫ কোটি টাকা, তবে তা আরও বাড়তে পারে।’

তিনি আরও বলেন, ‘এই দুর্ঘটনা শুধু সদস্য প্রতিষ্ঠানের ব্যক্তিগত ক্ষতি নয়, পুরো আইসিটি খাতের জন্যই বড় ধাক্কা। আন্তর্জাতিক বাজার থেকে আমদানিকৃত প্রযুক্তিপণ্য দেশে এসে এভাবে পুড়ে যাওয়ায় সরবরাহ ব্যবস্থায় বড় ধরণের আর্থিক ক্ষতি হয়েছে। ভবিষ্যতে এমন দুর্ঘটনা রোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন।’

গত ১৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে আনসার বাহিনীর ২৫ সদস্যসহ ৩৫ জন আহত হন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর