Saturday 08 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের বাজারে এল ব্র্যান্ড নিউ প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫’

সিনিয়র করেসপন্ডেন্ট
৮ নভেম্বর ২০২৫ ১৭:২৫

আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫’।

ঢাকা: বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে সম্পূর্ণ নতুন প্লাগ-ইন হাইব্রিড গাড়ি ‘ডিপল এস-০৫’। ডিপল তাদের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর ডিএইচএস অটোস-এর মাধ্যমে গাড়িটি দেশের বাজারে এনেছে। ফিউচারিস্টিক ডিজাইন, প্রিমিয়াম ইন্টেরিওর ও স্মার্ট ফিচারযুক্ত এই গাড়িটি দেশের ইভি (ইলেকট্রিক ভেহিকেল) বাজারে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

শনিবার (৮ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ডিপল বাংলাদেশের শোরুমে গাড়িটির উদ্বোধন করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিপল এস-০৫ মডেলটিতে যুক্ত করা হয়েছে পিএইচইভি (৪ সিলিন্ডার, ১৬ ভাল্ভ ভিভিটি) ইঞ্জিন। এর ইলেকট্রিক মোটর সর্বোচ্চ ১৬০/২১৮ এইচপি পাওয়ার ও ৩২০ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। ২৭.২৮ কিলোওয়াট আওয়ার ব্যাটারি ক্যাপাসিটিতে ফুল চার্জ ও ফুল ট্যাংকে গাড়িটি ১ হাজার ২৩৪ কিলোমিটার চলতে পারবে।

বিজ্ঞাপন

ইন্টেরিওরে রয়েছে সিন্থেটিক লেদার সিট, মাল্টিফাংশন স্টিয়ারিং হুইল, ১৫.৪ ইঞ্চি টাচস্ক্রিন সানফ্লাওয়ার ডিসপ্লে, ১৪-স্পিকার সাউন্ড সিস্টেম ও প্যানোরামিক গ্লাসরুফ। এছাড়া অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেম (এডিএএস), ৫৪০° ক্যামেরা ভিউসহ নানা স্মার্ট সেফটি ফিচার যুক্ত করা হয়েছে গাড়িটিতে।

ডিপল এস-০৫ মডেলটি পাওয়া যাবে পাঁচটি রঙে—‘মুনলাইট হোয়াইট’, ‘ডিপ স্পেস ব্ল্যাক’, ‘অ্যান্ড্রোমেডা ব্লু’, ‘মারকিউরি সিলভার’ ও ‘গ্যানিমিড গ্রে’।

ঢাকা ও চট্টগ্রামে ডিপল শোরুম থেকে গাড়িটি দেখা ও কেনা যাবে। ডিএইচএস অটোস ইতোমধ্যেই দেশজুড়ে ২২টি স্থানে ইভি চার্জিং নেটওয়ার্ক স্থাপন করেছে। ক্রেতারা হোম চার্জার ইনস্টলেশন সুবিধা ফ্রি পাবেন।

গাড়ির সঙ্গে থাকছে ৫ বছরের ওয়ারেন্টি (শর্তসাপেক্ষে), ৩ বছরের ফ্রি সার্ভিস, এবং ইভি মোটর ও ব্যাটারিতে ৮ বছরের ওয়ারেন্টি।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঙ্গান-এর সাউথইস্ট এশিয়ার ভাইস প্রেসিডেন্ট (ডিজাইন) গুয়ান জিন, সেলস ম্যানেজার ডু কাইজিয়ান, ডিএইচএস অটোসের ডিভিশনাল ডিরেক্টর শোয়েব আহমেদ, চিফ অপারেটিং অফিসার শিহাব আহমেদ এবং হেড অব সেলস আলফাত হোসেন খান।

ডিএইচএস অটোসের ডিরেক্টর শোয়েব আহমেদ বলেন, ‘ডিপল এস-০৫ বাংলাদেশের ইভি মার্কেটে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে। প্রযুক্তিপ্রেমী ক্রেতাদের জন্য এটি হবে উন্নত প্রযুক্তি, পারফরম্যান্স ও প্রিমিয়াম অভিজ্ঞতার নিখুঁত সংমিশ্রণ।’

চাঙ্গান-এর সেলস ম্যানেজার ডু কাইজিয়ান বলেন, ‘ডিপল এস-০৫-এর মাধ্যমে বাংলাদেশের বাজারে চাঙ্গান আরও শক্ত অবস্থান তৈরি করবে। মাত্র ৫২ লাখ টাকায় (রেজিস্ট্রেশন ছাড়া) ক্রেতারা গাড়িটি কিনতে পারবেন।’

সারাবাংলা/ইএইচটি/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর