Friday 11 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শেষ হয়ে আসছে ডিএসএলআরের দিন!


২৮ নভেম্বর ২০১৭ ০৮:০৬ | আপডেট: ২৮ নভেম্বর ২০১৭ ১২:১৫
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সারাবাংলা ডেস্ক

অনেক ব্যয়বহুল ও বিভিন্ন সীমাবদ্ধতা থাকার পরও এতদিন ছবির রাজ্যে আধিপত্য বিস্তার করে যাচ্ছে ডিএসএলআর। তবে ডিএসএলআরের বিদায় ঘণ্টা ঘনিয়ে আসছে।
একাধিক দূরত্বে ছবি তুলতে ক্যামেরায় ঘনঘন লেন্স পরিবর্তনের ঝামেলার দিন শেষ হয়ে আসছে। এখন বাজারে পাওয়া যাচ্ছে ‘এল সিক্সটিন’ নামের ১৬ লেন্সওয়ালা ক্যামেরা। যেটি ব্যবহার করে যে কোনো দূরত্বে ছবি তোলা যাবে খুব সহজে।

এল সিক্সটিন ক্যামেরায় রয়েছে ৫২ মেগাপিক্সেল ঘনত্বের ছবি ধারণ করার ক্ষমতা এবং ফাইভ এক্স অপটিক্যাল জুম যা দেবে বিশাল পরিসরের নিখুঁত ঝকঝকে ছবি।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এ ক্যামেরার মাধ্যমে শেষ হতে পারে দীর্ঘদিনের ডিএসএলআর যুগ।

বিজ্ঞাপন


এ ক্যামেরার বিশেষত্ব হলো ১৬টি ভিন্ন লেন্সের মাধ্যমে ধারণ করা ছবি ক্যামেরায় থাকা সফটওয়্যারটি একটি ছবিতে পরিণত করতে সক্ষম। প্রতিটি লেন্সের পেছনে একটি করে ইমেজ সেন্সর থাকায় ছবির গুণগত মান অনেক ভালো থাকে এবং সঠিক পরিমাণে ডেপথ অব ফিল্ড পাওয়া যায়।

সবচেয়ে অবাক করার মতো ব্যাপার হলো এত বিশাল আয়োজনের এ ক্যামেরা খুব সহজে এঁটে যাবে আপনার পকেটে।
ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই ক্যামেরাটি মূলত সফটওয়্যার ও হার্ডওয়্যারের মেলবন্ধনে এক অভাবনীয় আবিষ্কার।

তথ্যসূত্র : ওয়াল স্ট্রিট জার্নাল।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর