Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রাইম গ্রাহকদের জন্য গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক চালু

‎স্টাফ করেসপন্ডেন্ট
৮ জানুয়ারি ২০২৬ ২০:৫৬

গ্রামীণফোন। ছবি: সংগৃহীত

ঢাকা: ‎পোস্টপেইড সংযোগ ব্যবহারকারী প্রাইম গ্রাহক ও তাদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি প্যাক চালু করলো গ্রামীণফোন। প্রিপেইড গ্রাহকরাও প্রাইমে মাইগ্রেশন করে এই প্যাকটি কিনতে পারবেন।

‎বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকরা গ্রামীণফোনের ফ্যামিলি প্যাক কিনে পরিবারের দুই থেকে পাঁচজন সদস্যের সঙ্গে ইন্টারনেট ও মিনিট সহ আরও নানা সুবিধা শেয়ার করতে পারবেন।

‎অনেক ক্ষেত্রেই দেখা যায়, পরিবারের একজন সদস্য আলাদাভাবে অন্যদের প্রয়োজন অনুযায়ী ইন্টারনেট ও মিনিট প্যাক কিনে থাকেন। নতুন ফ্যামিলি প্যাকের মাধ্যমে গ্রামীণফোন এই কাজটিকে আরও সহজ করেছে। একাধিক প্যাক কেনার ঝামেলা দূর করে একটিমাত্র ফ্যামিলি প্যাকের মাধ্যমে পরিবারের সকল সদস্যকে নির্বিঘ্নে সংযুক্ত থাকার সুযোগ দিচ্ছে কোম্পানিটি।

‎গ্রাহকরা মাইজিপি অ্যাপ, রিটেল অথবা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে অনন্য এই সেবাটি গ্রহণ করতে পারবেন। ইন্টারঅ্যাক্টিভ এই জার্নিতে চাহিদা অনুযায়ী ইন্টারনেট ও মিনিট বরাদ্দ করা, সদস্য পরিবর্তন, সদস্যদের প্রয়োজন ও ব্যবহার পর্যবেক্ষণ সহ আরও নানা সুবিধা উপভোগ করতে পারবেন গ্রাহকরা।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর