Sunday 18 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নোট সিরিজের নতুন ফোন আনছে ইনফিনিক্স

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৮ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

ঢাকা: ‎স্মার্টফোন ব্যবহারের ধরন দ্রুত বদলে যাচ্ছে। কাজ, বিনোদন, ভ্রমণ কিংবা যোগাযোগ সব ক্ষেত্রেই এখন দীর্ঘ সময় স্মার্টফোন ব্যবহার করতে হচ্ছে। এই বাস্তবতায় বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন নোট সিরিজের স্মার্টফোন উন্মোচন করছে। নতুন এই ডিভাইসটির নকশা ও প্রযুক্তিগত দিকগুলোতে গুরুত্ব দেওয়া হয়েছে পারফরম্যান্স দক্ষতা, পরিশীলিত ডিজাইন এবং দীর্ঘ সময় ব্যবহারের আরামকে সামনে রেখে।

‎রোববার (১৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎‎বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, আসন্ন এই স্মার্টফোনটি হবে বিশ্বের প্রথম ডিভাইস যেখানে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ফাইভজি প্ল্যাটফর্ম ব্যবহার করা হবে। এই চিপসেট কম বিদ্যুৎ খরচে বেশি পারফরম্যান্স দেওয়ার জন্য তৈরি, যা দীর্ঘ সময় ব্যবহারের সময় ব্যাটারির ওপর চাপ কমাতে সহায়তা করে। দীর্ঘক্ষণ গেম খেলা, ভিডিও দেখা কিংবা একাধিক অ্যাপ একসঙ্গে ব্যবহারের ক্ষেত্রেও স্থিতিশীল পারফরম্যান্স দেওয়ার লক্ষ্য রাখা হয়েছে।

‎ডিসপ্লে ডিজাইনেও পরিবর্তন আনা হয়েছে। নতুন নোট সিরিজের ফোনটিতে থাকছে থ্রিডি-কার্ভড ১.৫কে আই-কেয়ার ডিসপ্লে। এর ফলে ফোনটি ধরতে আরাম পাওয়া যাবে এবং দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলেও চোখ ও হাতে চাপ কম পড়বে। কাজ, বিনোদন কিংবা ভ্রমণের সময় স্মার্টফোন ব্যবহারে এই বিষয়গুলো ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে ওঠছে।

‎ব্যাটারি সক্ষমতাও এই ডিভাইসের একটি গুরুত্বপূর্ণ দিক। ফোনটিতে থাকছে ৬,৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের আল্ট্রা-স্লিম ব্যাটারি, যা হালকা গঠন বজায় রেখেই দীর্ঘ সময় ব্যবহারের সুবিধা দেবে। ভিডিও স্ট্রিমিং, ছবি তোলা কিংবা সারাদিনের যাতায়াত সব ধরনের দৈনন্দিন ব্যবহারে চার্জ নিয়ে দুশ্চিন্তা কমানোর লক্ষ্য রাখা হয়েছে।

‎নতুন নোট সিরিজের মাধ্যমে ইনফিনিক্স এমন একটি স্মার্টফোন অভিজ্ঞতার ইঙ্গিত দিচ্ছে, যেখানে সৌন্দর্য ও শক্তি একসঙ্গে কাজ করে, পরিমিত নকশা, কার্যকর পারফরম্যান্স এবং দীর্ঘস্থায়ী ব্যবহারের সমন্বয়ে। আসন্ন নোট সিরিজের স্মার্টফোনটির প্রি-অর্ডার ইতোমধ্যে শুরু হয়েছে।

বিজ্ঞাপন
‎‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর