Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বুধবার শুরু হচ্ছে ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন প্রদর্শনী

‎‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৫৬

ডিজিটাল ডিভাইস ও ইনোভেশন প্রদর্শনীর বিষয়ে সংবাদ সম্মেলন। ছবি: সারাবাংলা

‎ঢাকা: ‎আগামীকাল বুধবার (২৮ জানুয়ারি) থেকে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুরু হতে যাচ্ছে দেশের সর্ববৃহৎ তথ্যপ্রযুক্তি প্রদর্শনী ‘ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো ২০২৬’। ৪দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষ এবং বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) যৌথভাবে এই মেলার আয়োজন করবে।

‎সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী (এনডিসি) বলেন, ‘প্রযুক্তিগত উন্নয়নের পাশাপাশি সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে আমরা কাজ করছি। গুজব ও অপপ্রচার রোধে একটি উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি ২৪ ঘণ্টা মনিটরিং করছে। গত এক মাসে রিপোর্ট করা ক্ষতিকর কনটেন্টের ২৯ শতাংশ সফলভাবে অপসারণ করা সম্ভব হয়েছে।’

‎বাংলাদেশ হাই-টেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক মো. মামুনুর রশীদ ভূঞা জানান, এবারের এক্সপোতে শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিসিএস সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম বলেন, মেলাটি দেশি-বিদেশি বিনিয়োগকারী ও উদ্যোক্তাদের মধ্যে একটি যোগসূত্র তৈরি করবে।

বিজ্ঞাপন

৪০ শতাংশ ছাড়: এবারের মেলায় স্মার্টফোনে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় থাকছে। এছাড়া শাওমি দিচ্ছে ১০ হাজার টাকা পর্যন্ত উপহার এবং লেনোভোর পক্ষ থেকে থাকছে ই-বাইক জেতার সুযোগ।

‎নতুন প্রযুক্তি: স্যামসাংয়ের তিন ভাঁজের (Tri-fold) স্মার্টফোন এবং অনার-এর ডিপ ফেইক ভিডিও শনাক্তকারী ডিভাইস মেলায় প্রদর্শন করা হবে।

‎স্টারলিংক ইন্টারনেট: মেলা প্রাঙ্গণে স্যাটেলাইট ইন্টারনেট প্রযুক্তির (স্টারলিংক) মাধ্যমে দর্শনার্থীদের জন্য ফ্রি হাই-স্পিড ওয়াই-ফাই সুবিধা থাকবে।

‎বিশেষ জোন: ইনোভেশন, মোবাইল, ই-স্পোর্টস এবং বিটুবি জোনসহ মেলায় কেনাকাটার জন্য থাকবে আলাদা ডিজিটাল ডিভাইস জোন।

প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে (প্রথম দিন উদ্বোধন শেষে শুরু হবে)। মেলায় প্রবেশের জন্য কোনো টিকিট লাগবে না, তবে দর্শকদের অনলাইনে (www.ddiexpo.com.bd) অথবা সরাসরি মেলা প্রাঙ্গণে রেজিস্ট্রেশন করতে হবে।

এদিকে মেলার ‎৪ দিনে মোট ৫টি সেমিনার ও ৪টি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে। এতে ডিজিটাল ট্রান্সফরমেশন, হাই-টেক পার্ক, স্টার্টআপ ইকোসিস্টেম এবং সেমিকন্ডাক্টর শিল্পের ভবিষ্যৎ নিয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন।

‎মেলাটির গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে স্যামসাং, অনার, এইচপি, লেনোভো, অপো, টেকনো ও শাওমি। সিলভার স্পন্সর হিসেবে রয়েছে এসার, গিগাবাইট, নেটিস, টিপি-লিংক ও ইউসিসি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর