রাজবাড়ী: জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক জোটের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার যুগ্ম সমন্বয়কারী মেহেদী নূর হেলাল পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম (ফেসবুকে) তিনি পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগের কারণ হিসেবে তিনি জামায়াতের সঙ্গে জোট করাকে প্রতারিত হওয়ার সামিল হিসেবে দাবি করেন।
এর আগে গত বছর ২০২৫ সালের ৪ নভেম্বর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি), মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আখতার হোসেন সই করা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা শাখার ১৬ সদস্যের সমন্বয় কমিটির ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী হিসেবে মেহেদী নূর হেলাল এর নাম রাখা হয়।
মেহেদী নূর তার ফেইসবুকে লিখেছেন, আমি দীর্ঘদিন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলাম এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলা কমিটির একজন যুগ্ম সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছি। এই পথচলায় দলীয় নেতারা, সহযোদ্ধা ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে যে ভালোবাসা, সহযোগিতা ও সমর্থন পেয়েছি, তার জন্য আমি আন্তরিকভাবে ‘কৃতজ্ঞ’। রাজনীতি আমার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল এবং এই অভিজ্ঞতা আমাকে অনেক কিছু শিখিয়েছে।
তবে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, বর্তমানে জামায়াতের সঙ্গে জোট ও প্রতারিত হওয়ার কারণে আমাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতে হয়েছে। পারিবারিক দায়িত্ব ও পরিস্থিতিকে এই মুহুর্তে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন মনে করছি।
অতএব, আমি গোয়ালন্দ উপজেলার যুগ্ম সমন্বয়কারী পদসহ দলের সকল পদ ও দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগ করছি। এই সিদ্ধান্তটি কোনো আবেগের বশবর্তী হয়ে নয় বরং অনেক ভেবেচিন্তে ও বাস্তবতার নিরিখে নেওয়া। দলীয় স্বার্থে যত কিছু আমি বলেছি, তা আমি তুলে নিচ্ছি আর দেশের স্বার্থে যা কিছু বলেছি, তাতে আমি অটুট। ভবিষ্যতে রাজনৈতিকভাবে সক্রিয় না থাকলেও দেশ, সমাজ ও মানুষের কল্যাণে সবসময় ইতিবাচক চিন্তা ও শুভকামনা থাকবে।
এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গোয়ালন্দ উপজেলার প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট এস.এম সিরাজুল ইসলাম বলেন, তার পদত্যাগের বিষয়টি কিছুক্ষণ আগে ফেসবুকের মাধ্যমে জানতে পেরেছি। কেউ চলে গেলে যেতে পারে, কোনো সমস্যা নাই। তবে এর আগে সে ফেসবুকে বাজে মন্তব্য করতো বলে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছিলাম। এখন যেহেতু নিজ থেকে সে পদত্যাগ করেছে তাহলে আর কোন সমস্যা থাকল না।