Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দেশের বাজারে আসছে বিওয়াইডি ‘সিলায়ন ৫’

‎ ‎স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:৫৯

বিওয়াইডি ‘সিলায়ন ৫’।

‎ঢাকা: ‎বাংলাদেশে বৈদ্যুতিক গাড়ির ক্রমবর্ধমান চাহিদাকে রাঙাতে নতুন চমক নিয়ে আসছে চীনা অটোমোবাইল জায়ান্ট বিওয়াইডি (BYD)। চার্জিং স্টেশনের সীমাবদ্ধতাকে জয় করতে এবার তারা দেশের বাজারে আনছে তাদের প্রিমিয়াম প্লাগ-ইন হাইব্রিড এসইউভি ‘সিলায়ন ৫’ (Sealion 6)।

‎মঙ্গলবার (২৭ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

‎বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী মাসেই গাড়িটি আনুষ্ঠানিকভাবে উন্মোচন হতে যাচ্ছে।

‎এক নজরে বিওয়াইডি সিলায়ন ৫’এর বিস্তারিত:

‎বিস্ময়কর মাইলেজ: হাইব্রিড মোডে গাড়িটি পাড়ি দিতে পারবে টানা ১,০০০ কিলোমিটার। আর শুধু ইলেকট্রিক মোডেই চলবে ৭১ কিমি।

‎ডিএম-আই প্রযুক্তি: এতে ব্যবহৃত হয়েছে বিওয়াইডির সিগনেচার ‘ডুয়াল মোড ইন্টেলিজেন্ট’ টেকনোলজি, যা জ্বালানি সাশ্রয় ও পরিবেশ সুরক্ষায় অনন্য।

‎গতি ও পাওয়ার: ১৫০০ সিসি জিয়াওইউন ইঞ্জিন ও ইলেকট্রিক মোটরের সমন্বয়ে এটি মাত্র ৭.৭ সেকেন্ডে ০-১০০ কিমি গতি তুলতে সক্ষম। এর ৩০০ নিউটন মিটার টর্ক নিশ্চিত করে স্মুথ ড্রাইভিং।

‎স্মার্ট ফিচার: এতে রয়েছে ১২.৮ ইঞ্চির ইনফোটেইনমেন্ট স্ক্রিন এবং ভয়েস কন্ট্রোল সিস্টেম। শুধু মুখে বললেই খুলে যাবে এর বিশাল প্যানোরামিক সানরুফ।

‎নিরাপত্তায় আপসহীন: চালক ও যাত্রীদের নিরাপত্তায় আছে ৭টি এয়ারব্যাগ, ৩৬০ ডিগ্রি ভিউ মনিটর এবং বিশ্বখ্যাত নিরাপদ ‘ব্লেড ব্যাটারি’।

‎বিশেষ ফিচার: গাড়িতেই চলবে ল্যাপটপ-ফ্যান
‎এই এসইউভির অন্যতম আকর্ষণ হলো V2L (Vehicle-to-Load) প্রযুক্তি। অর্থাৎ, গাড়ির ব্যাটারি ব্যবহার করে আপনি বাইরে ল্যাপটপ, ফ্যান এমনকি রান্নার ছোট সরঞ্জামও চালাতে পারবেন, যা পিকনিক বা জরুরি প্রয়োজনে দারুণ কার্যকর।

‎‎উল্লেখ্য, শহরের জ্যামে ইলেকট্রিক মোড ব্যবহার করে জ্বালানি খরচ শূন্যে নামিয়ে আনা সম্ভব। আবার দূরপাল্লার সফরে হাইব্রিড মোড দেবে নিশ্চিন্ত যাত্রা। ঢাকার বায়ুদূষণ থেকে বাঁচতে এতে আছে PM2.5 ফিল্ট্রেশন সিস্টেম এবং আরামদায়ক যাত্রার জন্য হিটেড ও ভেন্টিলেটেড সিট।

‎কসমস ব্ল্যাক, অরোরা হোয়াইটসহ মোট চারটি নজরকাড়া রঙে পাওয়া যাবে আধুনিক এই এসইউভি।

বিজ্ঞাপন
‎সারাবাংলা/এনএল/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর