ঢাকা: বাংলাদেশের আইসিটি রফতানি খাতের অগ্রযাত্রা, অর্জন ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা ও উদযাপনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬’। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর আয়োজনে বাংলাদেশের আইটি ও আইটিইএস রফতানি খাতে উল্লেখযোগ্য অবদান রাখা ২০২৪-২৫ অর্থবছরে শীর্ষ ১০টি রফতানিকারক প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড দেওয়া হয়।
বুধবার (২৮ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
পুরস্কার প্রাপ্ত শীর্ষ ১০ আইটি ও আইটিইএস রফতানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- বিআইজেআইটি, ব্রেইন স্টেশন ২৩, উল্কাসেমি, সেলিস ডিজিটাল প্ল্যাটফর্মস, সেফালো বাংলাদেশ, স্যামসাং আর অ্যান্ড ডি ইনস্টিটিউট বাংলাদেশ, এনোসিস সলিউশন্স, থেরাপ (বিডি), রেডিয়েন্ট ডাটা সিস্টেমস এবং ডাটা পাথ। এসব প্রতিষ্ঠান সফটওয়্যার উন্নয়ন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, গবেষণা ও উন্নয়ন, ফিনটেক, হেলথটেক এবং উচ্চমূল্যের আইটি সেবায় বৈশ্বিক বাজারে বাংলাদেশের সক্ষমতা তুলে ধরছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ঢাকার একটি স্থানীয় হোটেলে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-এর সহযোগিতায় এবং বেসিস-এর আয়োজনে অনুষ্ঠিত হয় ‘বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬’। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আইসিটি সচিব শীষ হায়দার চৌধুরী। সভাপতিত্ব করেন বেসিস প্রশাসক আবুল খায়ের মোহাম্মদ হাফিজুল্লাহ্। বক্তব্য দেন বেসিস সহায়ক কমিটির সদস্য মোস্তফা রফিকুল ইসলাম ডিউক এবং বেসিস আইটি এক্সপোটার্স নাইট ২০২৬-এর আহ্বায়ক রওশন কামাল জেমস।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বিজনেস প্রমোশন কাউন্সিলের উপসচিব ড. মো. রাজ্জাকুল ইসলাম, বিশ্বব্যাংকের অপারেশনস ম্যানেজার (বাংলাদেশ ও ভুটান) গেইল মার্টিন এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মাহবুবুর রহমান। অনুষ্ঠানে দেশের আইটি ও আইটিইএস সেবা খাতের শীর্ষস্থানীয় রফতানিকারক প্রতিষ্ঠান, নীতিনির্ধারক, উদ্যোক্তা, বিভিন্ন দেশের কুটনৈতিক, শিল্প নেতারা ও বেসিস সহায়ক কমিটির সদস্যরা অংশ নেন।
অনুষ্ঠানে জানানো হয়, বেসিস-এর সদস্য প্রতিষ্ঠানগুলো বর্তমানে বিশ্বের ১০৪টিরও বেশি দেশে সফটওয়্যার ও আইটি সেবা রফতানি করছে। ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৫০০টি বেসিস সদস্য প্রতিষ্ঠান রফতানিতে যুক্ত, যার মধ্যে প্রায় ৩০০টি নিয়মিতভাবে সক্রিয় রফতানিকারক। যুক্তরাষ্ট্র, জাপান, যুক্তরাজ্য, দক্ষিণ কোরিয়া, নরওয়ে, ডেনমার্ক, নেদারল্যান্ডস, হংকং, সিঙ্গাপুর ও কানাডা বাংলাদেশের শীর্ষ ১০ আইটি রফতানি গন্তব্য।
অনুষ্ঠানে অর্থনৈতিক বৈচিত্র্যকরণে তথ্যপ্রযুক্তি রফতানির সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশ নেন সেলিস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর জুলিয়ান আন্দ্রিন ওয়েবার, ব্রেইন স্টেশন ২৩ -এর সিইও রাইসুল কবির, সেফালো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ফেরদৌস মাহমুদ শাওন, জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মোরিকাওয়া ইউকো। প্যানেল আলোচনা সঞ্চালনা করেন বেসিস সহায়ক কমিটির সদস্য মুশফিকুর রহমান ও রাশেদ কামাল।