Friday 17 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনওসি স্থগিতের সিদ্ধান্ত জবরদস্তিমূলক: গ্রামীণফোন


২৬ জুলাই ২০১৯ ০৫:৪৪

ঢাকা: বকেয়া রাজস্ব আদায়ে এনওসি (অনাপত্তিপত্র) স্থগিতে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি’র কৌশলকে ‘জবরদস্তিমূলক’ অ্যাখ্যা দিয়ে এর তীব্র প্রতিবাদ জানিয়েছে মুঠোফোন অপারেটর গ্রামীণফোন। বৃহস্পতিবার (২৫ জুলাই) প্রতিষ্ঠানটির সিইও মাইকেল ফোলি এক সংবাদ সম্মেলনে কোম্পানির এই অবস্থান তুলে ধরেন।

অপারেটরটি জানায়, গ্রাহকের স্বার্থ বিবেচনা করে বিটিআরসি এ সিদ্ধান্ত নেয়নি। বরং এ সিদ্ধান্তের কারণে গ্রাহকরা স্বাধীনভাবে সেবাগ্রহণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। এ সিদ্ধান্তের ফলে গ্রাহকরা নিরবিচ্ছিন্নভাবে মানসম্পন্ন ফোন-কল, ইন্টারনেট ব্রাউজিং, ডিজিটাল মিডিয়া ও সামাজিক মাধ্যম ব্যবহারের অধিকারকে খর্ব করছে।

বিজ্ঞাপন

সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইকেল ফোলি বলেন, ব্যবসায়িক কোন্দল নিরসনের উপায় হিসেবে কখনই গ্রাহকদের স্বার্থ, জাতীয় অর্থনীতি কিংবা দেশের ভাবমূর্তিকে জিম্মি করা উচিত নয়। নিয়ন্ত্রক সংস্থার এহেন কর্মকাণ্ডের মাধ্যমে অন্যান্য পক্ষের ওপর যে প্রভাব পরেছে তা সত্যিই দুঃখজনক।

তিনি বলেন, ‘নীতিগতভাবে, পদ্ধতিগতভাবে এবং বস্তুনিষ্ঠতার আলোকে এ অডিটের প্রতিবাদ করা আমাদের আইনত অধিকার রয়েছে। নিয়ন্ত্রক সংস্থার এ ধরনের বলপূর্বক টাকা আদায়ের কৌশল নজিরবিহীন এবং এইরূপ আচরণ এ বিরোধপূর্ণ অডিটের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলে।’

তিনি আরও জানান, ‘সেবাকার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন অনুমোদন স্থগিতকরণের ফলে বিনিয়োগ বন্ধ হচ্ছে। এইরূপ সিদ্ধান্তে এরই মধ্যে গৃহীত পরিকল্পনা অনুযায়ী নেটওয়ার্ককের বিস্তার কার্যক্রম ব্যাপকভাবে ব্যাহত হবে এবং দেশের ডিজিটালাইজেশনের অগ্রযাত্রায় তা বাধাস্বরূপ। একটি সামগ্রিক ব্যবস্থার অংশ হিসেবে এ ধরনের সিদ্ধান্তে টেলিযোগাযোগের অবকাঠামোগত সহযোগী, ডিজিটালসেবার উদ্যোক্তা এবং আইসিটি ফ্রিল্যান্সাররাও ক্ষতিগ্রস্ত হবেন।’

বিজ্ঞাপন

গ্রামীণফোনের কাছে বিটিআরসি’র রাজস্ব পাওনা ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকা এবং রবি’র কাছে পাওনা ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা। দীর্ঘ দিনের এ পাওনা পরিশোধ না করায় গত ৪ জুলাই বিটিআরসি অপারেটর দু’টির অনুকূলে ব্যান্ডউইথ কমিয়ে দেওয়ার নির্দেশ দেয়। ১৭ জুলাই এক সংবাদ সম্মেলনে ব্যান্ডউইথ কমিয়ে রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের ঘোষণা দেন বিটিআরসির চেয়ারম্যান মো. জহুরুল হক। তবে ব্লক তুলে নিলেও অপারেটর দু’টির এনওসি (নো অবলিগেশন সার্টিফিকেট) বন্ধের ঘোষণা দেয় সংস্থাটি।

এর আগে, বকেয়া পরিশোধ না করায় মোবাইল অপারেটর কোম্পানি গ্রামীণফোন (জিপি) ও রবি আজিয়াটার (রবি) ব্যান্ডউইথ সক্ষমতা কমিয়ে দেয় বিটিআরসি। গ্রামীণফোনের ৩০ শতাংশ ব্যান্ডউইথ আর রবির ১৫ শতাংশ ব্যান্ডউইথ কমানোর জন্য আইআইজি প্রতিষ্ঠানগুলোকে চিঠি পাঠায় সংস্থাটি। গত ৪ জুলাই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

এ নির্দেশনা কার্যকরের পর থেকে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীরা বিভিন্ন ধরণের ভোগান্তিতে পড়েন। ইন্টারনেটের গতি কমে যাওয়ার অভিযোগ আসে বিভিন্ন মহল থেকে। গ্রামীণফোনের পক্ষ থেকেও গ্রাহক ভোগান্তি ও ইন্টারনেট সেবায় বিঘ্ন ঘটতে পারে বলেও জানানো হয়।

প্রসঙ্গত গত ১৬ জুলাই সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ পরিদর্শনে যান প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। মন্ত্রী, বিটিআরসির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকে অপারেটর দু’টির ব্যান্ডউইথ কমিয়ে রাখার ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকের এক দিন পরেই বিটিআরসি সংবাদ সম্মেলন করে ব্যান্ডউইথ থেকে ব্লক তুলে নেওয়ার ঘোষণা দেয়। তবে বকেয়া আদায় না হওয়া পর্যন্ত অপারেটর দু’টিকে কোনও এনওসি দেওয়া হবে না বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এনওসি বন্ধের চিঠিও দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।

সারাবাংলা/ইএইচটি

আরও পড়ুন:

জিপি ও রবির ব্যান্ডউইথ কমানোর সিদ্ধান্ত প্রত্যাহার: বিটিআরসি

গ্রামীণফোনের ব্যান্ডইউথ হ্রাস: বিঘ্ন ঘটতে পারে ইন্টারনেট সেবায়

বকেয়া শোধ না করায় জিপি ও রবির ব্যান্ডউইথ কমলো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর