Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হুয়াওয়ের ৫জি গবেষণাগারে আগুন, নিহত ৩


২৬ সেপ্টেম্বর ২০২০ ১৮:৩১

চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ের ৫জি গবেষণাগারে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তিন জনের মৃত্যু হয়েছে। চীনের দক্ষিণাঞ্চলের শিল্প শহর দংগুয়ানের ওই গবেষণাগারটি অসমাপ্ত ছিলো বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ঘটা অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনতে ১৪০ জন দমকল কর্মী কাজ করেন বলে জানিয়েছে বিবিসি। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো অগ্নিকান্ডের ভিডিও প্রকাশ করেছে। এতে দেখা যায় গানশান লেকের কাছের এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে গেছে।

বিজ্ঞাপন

হুয়াওয়ের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপি’কে বলেন, অগ্নিকান্ডের শিকার ওই গবেষণাগারটি পুরোপুরি প্রস্তুত ছিলো না। এর পাশেই আরেকটি গুরুত্বপূর্ণ গবেষণাগার আছে। তবে ওই গবেষণাগারে আগুন পৌঁছায়নি।

তিনি জানান, গবেষণাগারটি স্টিলের নির্মিত ছিলো। এই গবেষণাগারে ৫জি নিয়ে গুরুত্বপূর্ণ গবেষণা কাজ চালানোর পরিকল্পনা ছিলো। অগ্নিকান্ডের কারণ এখনও জানা যায়নি।

হুয়াওয়ে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর