Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গুগল, ফেসবুক, ইয়াহু ও ইউটিউবকে আইনি নোটিশ


৮ এপ্রিল ২০১৮ ০৮:২৬

।। সারাবাংলা ডেস্ক ।। 

ঢাকা: গুগল, ফেসবুক, ইয়াহু, ইউটিউবসহ ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে ব্যাপক রাজস্ব ফাঁকি দিচ্ছে এমন অভিযোগ এনে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা চেয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

গুগল, ফেসবুক, ইয়াহু ও ইউটিউব কর্তৃপক্ষকে এ নোটিশ পাঠানো হয়েছে।

দেশে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, আইন মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, বিটিআরসি, তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়কে ছাড়াও এই নোটিশ পাঠানো হয়েছে প্রথম আলোর সম্পাদক ও বাংলাদেশ নিউজ পেপারস্ ওনারস্ অ্যাসোসিয়েশন সভাপতির কাছে।

শনিবার (৭ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ুন কবিরসহ ৬ আইনজীবীর পক্ষ থেকে ই-মেইল ও কুরিয়ারের মাধ্যমে এ নোটিশ পাঠানো হয়। অন্য আইনজীবীরা হলেন- ব্যারিস্টার মোহাম্মদ কাউসার, ব্যারিস্টার মোহাম্মদ সাজ্জাদুল ইসলাম, ব্যারিস্টার মোহাম্মদ মাজেদুল কাদের, অ্যাডভোকেট আবু জাফর মো. সালেহ ও অ্যাডভোকেট অপূর্ব কুমার বিশ্বাস।

‘প্রযুক্তির যুগে গুগল, ফেসবুক এখন প্রাত্যহিক জীবনের অবিচ্ছেদ্য অংশ। ইন্টারনেট ব্যবহারকারীরা এখন সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে বিজ্ঞাপন দেখতে আগ্রহী। দিন দিন এর ব্যবহার বাড়ছে। বাড়ছে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যাও। এ সুযোগে বিজ্ঞাপন প্রদর্শন করে দেশ থেকে কোটি কোটি ডলার নিয়ে যাচ্ছে ইন্টারনেট সংশ্লিষ্ট বিশ্বের নামিদামি প্রতিষ্ঠানগুলো। কিন্তু সরকারকে এক টাকাও রাজস্ব দিচ্ছে না। প্রতি বছর কত টাকা বিজ্ঞাপন বাবদ বিদেশে পাচার হচ্ছে, তার সঠিক কোনও হিসাব নেই সরকারের কোনও প্রতিষ্ঠানের কাছে। কারণ, বিজ্ঞাপনদাতারা তাদের অর্থ পরিশোধ করছে ক্রেডিট কার্ড ও অন্যান্য অনলাইন প্রযুক্তির মাধ্যমে,’ এমনটাই বলা হয়েছে এই নোটিশে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এমএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর