ফেসবুকের ডিনারে, জাতিসংঘের কর্মসূচিতে যাচ্ছেন আশীফ এন্তাজ রবি
১৭ ডিসেম্বর ২০১৭ ১৪:৪০
স্টাফ করেসপন্ডেন্ট
জাতিসংঘের আয়োজনে সুইজারল্যান্ডের জেনেভায় শুরু হতে যাচ্ছে ‘ইন্টারনেট গর্ভনেন্স ফোরাম’র অধিবেশন। মূল আয়োজনের পাশাপাশি একটি বিশেষ ডিনার পার্টির আয়োজন করেছে ফেসবুক কর্তৃপক্ষ। সে ডিনার পার্টিতে আমন্ত্রণ পেয়েছেন আশীফ এন্তাজ রবি। প্রবাসী এই বাংলাদেশি সাংবাদিক, লেখক এখন ন্যাশনাল এনডাউমেন্ট ফর ডেমেক্রেসির ভিজিটিং ফেলো।
বিশ্ব নাগরিকদের তথ্য সরবরাহের ক্ষেত্রে ফেসবুকের ভূমিকা কী হতে পারে, এটিই এবারের ডিনার পার্টির মূল আলোচ্য বিষয়। বিশ্বের বিভিন্ন দেশের সিভিল সোসাইটির নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে এই বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে।
উল্লেখ্য, আগামী সপ্তাহে সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘের আয়োজনে হতে যাচ্ছে ইন্টারনেট গর্ভনেন্স ফোরাম। সম্মেলনে অনলাইনে ফেক নিউজের প্রতিরোধ এবং মত প্রকাশের স্বাধীনতা শীর্ষক একটি বিশেষ অধিবেশনেও আমন্ত্রিত বক্তা হিসেবে মনোনীত হয়েছেন আশীফ এন্তাজ রবি। জাতিসংঘ আয়োজিত এই অধিবেশনে বিশ্বের খ্যাতিমান সাংবাদিক এবং সংবাদ বিশ্লেষকরা যোগ দেবেন।
এই অধিবেশনে ফেসবুকও অংশগ্রহণ করছে। তারা একটি পৃথক এক্সক্লুসিভ আলোচনা সভার আয়োজন করেছে। যে সভায় ফেসবুকের উচ্চপদস্থ কর্মকর্তারা যোগ দেবেন। এছাড়া এতে অংশগ্রহণ করবেন খ্যাতিমান গবেষক, সংবাদকর্মী এবং বিশ্লেষকগণ। বাংলাদেশ থেকে আশীফ এন্তাজ রবিকে এই আয়োজনে বিশেষভাবে আমন্ত্রণ জানানো হয়েছে। অনলাইন সাংবাদিকতার শক্তি, ফেইক নিউজ প্রতিরোধে সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকা ইত্যাদি নিয়ে এই সভায় প্রাণবন্ত আলোচনা হবে বলে আশা করা হচ্ছে।
এ প্রসঙ্গে আশীফ এন্তাজ রবির সাথে যোগাযোগ করা হলে তিনি সারাবাংলাকে বলেন, মূল অধিবেশনের চাইতে ফেসবুকের অধিবেশনে আমন্ত্রণ পাওয়াটা আমার জন্য বেশি আনন্দের। মত প্রকাশের স্বাধীনতার ক্ষেত্রে অনলাইন একটি বড় আর্শীবাদ। একই সাথে এই ইন্টারনেটে যেভাবে মিথ্যা এবং ভুল খবর প্রচার হয়, এটা খুবই খারাপ ভবিষ্যতের ইঙ্গিত দেয়।
তিনি বলেন, স্বাধীনতা এবং দায়িত্বশীলতার ভারসাম্যই আগামী দিনের সামাজিক যোগাযোগ মাধ্যমের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ নিয়ে সারা বিশ্ব উদ্বিগ্ন। আমি নিজে গত এক বছর ধরে এই বিষয়টি নিয়ে কাজ করছি। আশাকরি, এই অধিবেশন খুবই ফলপ্রসু হবে।
সারাবাংলা/পিএম/এমএমকে