পানিতেও ছবি তোলা যাবে অপোর রেনো ফোনে
১০ ফেব্রুয়ারি ২০২৫ ২২:২৯
ঢাকা: মোবাইল ব্র্যান্ড অপো সাড়া জাড়ানো ‘অপো রেনো১৩ সিরিজ’ এর মোবাইল উন্মোচন করেছে। এটি আন্ডারওয়াটার ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফির ফিচার সম্বলিত দেশের প্রথম স্মার্টফোন। ‘অপো রেনো১৩ সিরিজ’ এর দু’টি মডেল হচ্ছে- ‘অপো রেনো১৩ ৫জি’ এবং ‘অপো রেনো১৩ এফ’। সর্বাধুনিক এ স্মার্টফোনগুলোর মাধ্যমে পানিতেও ভালো-মানসম্পন্ন, মুগ্ধকর ছবি ও ভিডিও ধারণ করতে পারবেন ব্যবহারকারীরা, যা মোবাইল ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফিকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।
সোমবার (১০ ফেব্রুয়ারি) অপোর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অপোর এই ফোনগুলো ধুলোবালি ও পানি থেকে সর্বোচ্চ মানের সুরক্ষা পাবে। অভিনব এই ফিচার ব্যবহারকারীদের পানির ২মিটার তলদেশেও ৩০ মিনিট পর্যন্ত স্বচ্ছ ছবি ও ভিডিও ধারণের সুযোগ করে দেবে। পানির তলদেশে ফটো ও ভিডিওগ্রাফির ক্ষেত্রে পর্যাপ্ত আলো ও রঙের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর ভূমিকা রাখবে কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক অপোর অত্যাধুনিক ‘এআই কালার ক্যালিব্রেশন অ্যালগরিদম’। এটি ফোকাস, রঙ এবং কনট্রাস্ট-এর সমন্বয়ে ভূমিকা রাখে।
এ বিষয়ে অপো সাউথ এশিয়া এর মার্কেটিং ডিরেক্টর ইয়াং গু বলেন, ‘মেক ইউর মোমেন্ট’ প্রতিপাদ্যকে সামনে রেখে আমরা বর্তমান সময়কে ধারণ ও ভালো লাগার মুহূর্তকে গ্রহণের জন্য একটি নতুন প্রজন্মকে ক্ষমতায়িত করছি। তরুণদের অসাধারণ সব গল্প তৈরিতে অনুপ্রাণিত করার কথা ভেবেই ‘অপো রেনো১৩ সিরিজ’টি ডিজাইন করা হয়েছে। অভিনব আন্ডারওয়াটার এবং এআই টেকনোলজি, প্রিমিয়াম বাটারফ্লাই ডিজাইন ও অসাধারণ পারফরম্যান্সের সমন্বয়ে ‘অপো রেনো১৩ সিরিজ’, ব্যবহারকারীদের সাহসিকতার সঙ্গে প্রতিটি মুহূর্ত উদযাপনে অনুপ্রাণিত করে।”
‘অপো রেনো১৩ সিরিজ’ এ রয়েছে- শক্তিশালী ‘রেনো১৩ ৫জি’- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৫৯ ইঞ্চি ডিসপ্লে, ৫৬০০এমএএইচ ব্যাটারি, ৮০ওয়াট সুপারভোগ চার্জিং, ১২জিবি র্যাম (১২জিবি এক্সটেন্ডেড), এবং ২৫৬জিবি রম। স্মার্টফোনটি পাওয়া যাবে ‘পাম হোয়াইট’ এবং ‘লুমিনাস ব্লু’ রঙে মাত্র ৬৯ হাজার ৯৯০ টাকায়। এছাড়া- রেনো১৩ এফ এ রয়েছে- ১২০ হার্টজ রিফ্রেশ রেট এর ৬.৬৭ ইঞ্চি ওলেড ডিসপ্লে, ৫৮০০এমএএইচ ব্যাটারি, ৪৫ওয়াট সুপারভোগ চার্জিং, ৮জিবি র্যাম (৮জিবি এক্সটেন্ডেড) এবং ২৫৬জিবি রম। এ স্মার্টফোনটি পাওয়া যাবে পাম পার্পল এবং গ্রাফাইট গ্রে রঙে মাত্র ৩৪ হাজার ৯৯০ টাকায়।
সারাবাংলা/ইএইচটি/এসআর