আফ্রিকার দেশ লেসোথোর সফটওয়্যার তৈরি করবে ড্রিম ৭১
১৭ এপ্রিল ২০২৫ ১৯:০৫
ঢাকা: আরও একটি মাইলফল অর্জন করেছে দেশীয় তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ‘ড্রিম৭১’। বিশ্বের বিভিন্ন দেশে সফটওয়্যার রফতানির ধারাবাহিকতায় এবার আফ্রিকার দেশ লেসোথো’র সরকারি কাজে যুক্ত হওয়ার সাফল্য অর্জন করেছে প্রতিষ্ঠানটি।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) ও আফ্রিকার দেশ লেসোথো সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত ‘রিনিউএবল লেসোথো: এক্সেস টু এফোর্ডেবল অ্যান্ড রিনিউএবল এনার্জি’ প্রকল্পের আওতায় ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরীর দায়িত্ব পেয়েছে দেশীয় এই প্রতিষ্ঠানটি।
ড্রিম ৭১ জানায়, গেল জানুয়ারি মাসে ইউএনডিপি থেকে প্রকাশিত আন্তর্জাতিক দরপত্রে অংশগ্রহণ করে ড্রিম ৭১। দরপত্রের চূড়ান্ত যাচাই বাছাই শেষে আর্থিক ও কারিগরি প্রস্তাবে চূড়ান্তভাবে নির্বাচিত হবার পর ইউএনডিপি’র সঙ্গে ড্রিম৭১ এর চুক্তি সই হয়েছে। প্রকল্পটির আওতায় ‘ড্রিম৭১’ একটি আধুনিক, নিরাপদ ও ওয়েব-ভিত্তিক ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করবে; যা ই-টেন্ডারিং, ডেটা ম্যানেজমেন্ট, বাস্তব-সময়ের নজরদারি এবং জিও-স্পেশিয়াল বিশ্লেষণ সেবা প্রদান করবে।
এ বিষয়ে ড্রিম৭১ এর ব্যবস্থাপনা পরিচালক রাশাদ কবির বলেন, ‘ড্রিম ৭১ আরও একটি নতুন মাইলফলক অর্জন করেছে। নতুন এই প্রকল্পে যুক্ত হতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, টেকসই প্রযুক্তির মাধ্যমে উন্নয়নশীল দেশের প্রত্যন্ত জনগোষ্ঠীকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব। লেসোথোর মানুষের জন্য এই প্ল্যাটফর্ম একটি শক্তিশালী পরিবর্তনের বাহক হবে। প্রতিষ্ঠান হিসাবে ড্রিম ৭১ এর জন্য এটি একটি সুখবর।’
জানা গেছে, প্রকল্পটি ২০২৫ সালের এপ্রিল থেকে শুরু হয়ে ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে।
উল্লেখ্য, বাংলাদেশের এই তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানটি বিশ্বের প্রায় ১৫টি দেশে সফটওয়্যার রফতানি করছে। বাংলাদেশ সরকারেরও বিভিন্ন মন্ত্রণালয়ে সফটওয়্যার সেবা প্রদান করছে ড্রিম৭১। বাংলাদেশ ছাড়াও পূর্বতিমুর এবং ভূটান সরকারের জন্যেও বিভিন্ন সফটওয়্যার তৈরি করেছে বাংলাদেশের এই প্রতিষ্ঠানটি।
সারাবাংলা/ইএইচটি/এসআর