Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পশ্চিম এশিয়ায় লিভার প্রতিস্থাপনে শীর্ষে ইরান

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৫ ০১:৪৩ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০১:৪৬

পশ্চিম এশিয়ায় লিভার প্রতিস্থাপনে শীর্ষস্থানীয় দেশ হিসেবে ইরান তার অবস্থান আরও সুদৃঢ় করেছে। সম্প্রতি তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে সফলভাবে ২০০০তম লিভার ট্রান্সপ্ল্যান্ট সম্পন্ন হয়েছে।

ইরানের বেসরকারি একটি গনমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে হাসপাতালের লিভার ট্রান্সপ্ল্যান্ট বিভাগের প্রধান ড. আলী জাফারিয়ান বলেন, “ইরান পশ্চিম এশিয়ায় লিভার ট্রান্সপ্ল্যান্টের অগ্রগামী দেশ। আমাদের এখানে হওয়া প্রতিস্থাপন কার্যক্রম আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে তুলনীয়।”

তিনি জানান, তেহরানের ইমাম খোমেনী (রহ.) হাসপাতালে প্রতি মাসে গড়ে ১৫ থেকে ২০টি লিভার প্রতিস্থাপন সম্পন্ন হচ্ছে। অন্যান্য দেশের তুলনায় কম খরচে উচ্চমানের চিকিৎসা দেওয়াই তাদের বড় সাফল্যের পেছনে অন্যতম কারণ বলে তিনি উল্লেখ করেন।

বিজ্ঞাপন

২০০১ সাল থেকে এই চিকিৎসা কেন্দ্রে লিভার ট্রান্সপ্ল্যান্ট কার্যক্রম শুরু হয়। চিকিৎসকদের নিরলস প্রচেষ্টা এবং উন্নত অবকাঠামোর ফলে এই অর্জন সম্ভব হয়েছে বলে জানান তিনি।

ড. জাফারিয়ান আরও বলেন, “লিভার প্রতিস্থাপন চিকিৎসাবিজ্ঞানের একটি অত্যন্ত জটিল ও কৌশলনির্ভর পদ্ধতি। অনেক দেশে অবকাঠামো ও দক্ষ জনবলের অভাবে এটি সম্ভব হয় না। কিন্তু ইরান এই খাতে উল্লেখযোগ্য সক্ষমতা অর্জন করেছে।”

তিনি জানান, ইরানে লিভার ট্রান্সপ্ল্যান্টের পাঁচ বছর পর রোগীদের বেঁচে থাকার হার প্রায় ৭৫ শতাংশ, যা বৈশ্বিক গড়ের সমান।

সারাবাংলা/এসএস

ইরান এশিয়া প্রতিস্থান লিভার