Saturday 12 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুল্ক নিয়ে ট্রাম্পের চিঠি, জান্তা সরকার বলল ‘সেরা খবর’!

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জুলাই ২০২৫ ০২:২৬ | আপডেট: ১৩ জুলাই ২০২৫ ০২:৫৭

বিশ্বের বেশিরভাগ দেশের জন্য বর্তমানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ (শুল্ক) সংক্রান্ত চিঠি উদ্বেগের বিষয়। কিন্তু দক্ষিণ-পূর্ব এশিয়ার সামরিক শাসিত মিয়ানমারের জান্তা সরকারের কাছে এটি যেন এক ‘সম্মানের বার্তা’।

সম্প্রতি যুক্তরাষ্ট্র থেকে প্রাপ্ত একটি চিঠিকে মিয়ানমারের সামরিক প্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাইং স্বাগত জানিয়ে বলেছেন, তিনি এই “গৌরবের অধিকারী” যে ট্রাম্পের পাঠানো চিঠি পেয়েছেন।

মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার জানায়, ওই চিঠিতে আগামী ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রে মিয়ানমারের পণ্যের ওপর ৪০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপের কথা বলা হয়েছে।

বিজ্ঞাপন

যেখানে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়ন ইতোমধ্যে জান্তা সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে দূরত্ব বজায় রেখেছে, সেখানে এই চিঠিকে জেনারেল হ্লাইং বলেছেন, “মার্কিন অর্থনীতিতে অংশগ্রহণের উৎসাহব্যঞ্জক আমন্ত্রণ।”

তিনি জানান, প্রয়োজনে দ্রুত একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে পাঠানো হতে পারে।

এদিকে মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, তারা চিঠির সত্যতা এবং তা আদৌ মার্কিন অবস্থানের কোনো পরিবর্তন নির্দেশ করে কি না, তা জানতে যুক্তরাষ্ট্রের মিয়ানমার দূতাবাসের সঙ্গে যোগাযোগ করেছে।

মিন অং হ্লাইং বলেন, যুক্তরাষ্ট্র যেন মিয়ানমারের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল করে বা তুলে নেয়, কারন, মিয়ানমারের ওপর আরোপিত নিষেধাজ্ঞা দুই দেশের পারস্পরিক স্বার্থ ও সমৃদ্ধির পথে বাধা তৈরি করছে।

ট্রাম্পের প্রশংসাও করেন জান্তা প্রধান। তিনি বলেন, “ট্রাম্প একজন প্রকৃত দেশপ্রেমিক যিনি জাতীয় স্বার্থে নেতৃত্ব দিয়েছেন এবং বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করেছেন।”

সারাবাংলা/এসএস

জান্তা সরকার ট্রাম্প মিয়ানমার শুল্ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর