Sunday 20 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০ বছর ধরে কোমায় থাকা সৌদি আরবের ‘ঘুমন্ত রাজপুত্র’ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক
২০ জুলাই ২০২৫ ১০:১০

বাবা খালেদ বিন তালাল আল সৌদের সঙ্গে ছেলে প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ছবি: সংগৃহীত

প্রায় ২০ বছরের বেশি সময় কোমায় থাকার পর অবশেষে মারা গেছেন সৌদি আরবের ‘স্লিপিং প্রিন্স’ বা ‘ঘুমন্ত রাজপুত্র’ হিসেবে পরিচিত প্রিন্স আল-ওয়ালিদ বিন খালেদ বিন তালাল আল সৌদ। ২০০৫ সালে সংঘটিত এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর থেকে তিনি কোমায় ছিলেন। খবর গালফ নিউজের

যুবরাজ আল-ওয়ালিদ ১৯৯০ সালের এপ্রিলে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন রাজপুত্র খালেদ বিন তালাল আল সৌদের জ্যেষ্ঠ পুত্র এবং বিলিয়নিয়ার রাজপুত্র আল-ওয়ালিদ বিন তালালের ভাতিজা।

২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে, লন্ডনে সামরিক ক্যাডেট হিসেবে পড়াশোনা করার সময় তিনি এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হন। এই দুর্ঘটনায় তার মস্তিষ্কে গুরুতর আঘাত লাগে এবং অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়। এর ফলে তিনি কোমায় চলে যান। দুর্ঘটনার পর তিনি আর সম্পূর্ণ জ্ঞান ফিরে পাননি।

বিজ্ঞাপন

২০ বছরেরও বেশি সময় ধরে যুবরাজ আল-ওয়ালিদ মূলত অসাড় কোমায় ছিলেন। যদিও মাঝে মাঝে তার অনিচ্ছাকৃত নড়াচড়া আশার সঞ্চার করত। বাবা প্রিন্স খালেদ জনসমক্ষে লাইফ সাপোর্ট তুলে নেওয়ার সমস্ত প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তিনি ঐশ্বরিক নিরাময়ের ওপর দৃঢ় বিশ্বাসে অটল ছিলেন।

রাজপুত্র আল-ওয়ালিদ যেখানে ছিলেন, সেই হাসপাতালের কক্ষটি একটি আধ্যাত্মিক তীর্থস্থানে পরিণত হয়েছিল। দর্শনার্থীরা সেখানে গিয়ে নামাজ পড়তেন। বাবাছেলের প্রতি সম্মান ও সমর্থন জানাতে নিয়মিত মানুষ আসতেন এখানে।

সারাবাংলা/এমপি

কোমা ঘুমন্ত রাজপুত্র সৌদি আরব

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর