রাশিয়ায় নিখোঁজ হয়ে যাওয়া অ্যান-২৪ মডেলের যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনায় সব আরোহী নিহত হয়েছে। আমুর অঞ্চলে ওই বিমানের ধ্বংসাবশেষ শনাক্ত করা হয়। প্রাথমিক অনুসন্ধান শেষে উদ্ধারকারীরা জানিয়েছে, কাউকে জীবিত পাওয়া যায়নি। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাশিয়ার আমুর অঞ্চলে এ বিধ্বস্তের ঘটনা ঘটে। দেশটির জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় বিষয়টি নিশ্চিত করেছে।
রাশিয়ান সংবাদ সংস্থা তাসের প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার আমুর অঞ্চলে বিধ্বস্ত বিমানটিতে আগুন লেগে যায়। ঘটনাস্থলে কোনো যাত্রীকে জীবিত পাওয়া যায়নি। আঞ্চলিক বেসামরিক প্রতিরক্ষা ও অগ্নিনিরাপত্তা কেন্দ্র তাসকে এ তথ্য নিশ্চিত করেছে।
রাশিয়ার আমুর অঞ্চলের গভর্নর ভ্যাসিলি অরলভ জানান, ব্লাগোভেশচেনস্ক শহর থেকে বিমানটি চীনের সীমান্তবর্তী টাইন্দা শহরে যাচ্ছিল। মাঝপথে এটি রাডার থেকে হারিয়ে যায়। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটিতে পাঁচ শিশুসহ ৪৩ জন যাত্রী ছিলেন এবং ছয়জন ক্রু ছিলেন।
গভর্নর অরলভ নিশ্চিত করেছেন, সবারই মৃত্যু হয়েছে।
এর আগে স্থানীয় ইমার্জেন্সি মন্ত্রণালয় বলেছে, বিমানটি সাইবেরিয়াভিত্তিক এনগারা এয়ারলাইনের। এটি চীনের সীমান্তবর্তী আমুর অঞ্চলের টিন্ডা শহরের উদ্দেশ্যে যাওয়ার পথে রাডার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।