ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনি উপত্যকার উত্তরে অবস্থিত গাজা শহর দখলের প্রস্তাব অনুমোদন করেছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। পরিকল্পনা অনুযায়ী, ইসরাইলি সেনাবাহিনীকে গাজা শহর দখলের প্রস্তুতি নিতে বলা হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, তিনি হামাসকে পুরোপুরি নির্মূলের উদ্দেশ্যে গাজার শতভাগ এলাকার দখল নিতে চান।
শুক্রবার (৮ আগস্ট) সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের বরাতে আল-জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করে।
অ্যাক্সিওস ইসরাইলি মন্ত্রিসভার বরাতে জানায়, ‘হামাসকে পরাজিত করতে ইসরাইলি সেনাবাহিনী গাজা শহর দখল করার প্রস্তুতি নেবে। একই সঙ্গে যুদ্ধক্ষেত্রের বাইরে থাকা বেসামরিক জনগণকে মানবিক সহায়তা দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।’
আল-জাজিরা ইসরায়েলি সেনার বরাতে জানিয়েছে, ৭ অক্টোবরের মধ্যে গাজা শহর থেকে সব ফিলিস্তিনিকে কেন্দ্রীয় শিবির ও অন্যান্য এলাকায় সরিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। এরপর শহরে থাকা হামাস যোদ্ধাদের অবরুদ্ধ করে স্থল অভিযান চালানো হবে।
আল-জাজিরার প্রতিবেদন বলছে, গাজা দখলের এই পদক্ষেপের ইঙ্গিত গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও নেতানিয়াহুর পরিকল্পনাকে সমর্থন করেছে।