Sunday 25 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইসরায়েলি হামলায় হুতি প্রধানমন্ত্রী রাহাউই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৫ ১৩:০৮ | আপডেট: ২৯ আগস্ট ২০২৫ ১৬:৩৯

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই সানার। ছবি: সংগৃহীত

ইয়েমেনের আল-জুমহুরিয়া চ্যানেল জানিয়েছে, ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের প্রধানমন্ত্রী আহমেদ আল-রাহাউই সানার ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট) একটি অ্যাপার্টমেন্টে নিহত হন তিনি।

আদেন আল-গাদ সংবাদপত্রের খবরে বলা হয়, রাহাউই তার বেশ কয়েকজন সঙ্গীসহ প্রাণ হারান।

প্রতিবেদনগুলোতে উল্লেখ করা হয়েছে, এ হামলাটি অন্য যেকোনো হামলার থেকে ভয়াবহ। হামলায় হুথি প্রতিরক্ষামন্ত্রীসহ ১০ জন শীর্ষ মন্ত্রীকে লক্ষ্যবস্তু করা হয়েছিল, যখন তারা সানার বাইরে সংগঠনের নেতা আব্দুল মালিক আল-হাউইয়ের পরিকল্পিত বক্তৃতা শুনতে জড়ো হয়েছিলেন।

এ হামলার হতাহতের সঠিক সংখ্যা এখনও পরিষ্কার করে জানা যায়নি।

বিজ্ঞাপন

ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে, রাহাভি এক বছর ধরে হুতি সরকারের প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করছিলেন, যদিও তিনি আন্তর্জাতিক স্বীকৃতি পাননি। অন্যদিকে এন টুয়েলভের প্রতিবেদনে বলা হয়, রাহাভি ইরান ও হিজবুল্লাহর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন এবং সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে হামলার অনুমোদন দিয়েছিলেন।

আরব গণমাধ্যমগুলো জানিয়েছে, রাজধানী সানায় অন্তত ১০ দফা বিমান হামলা চালানো হয়েছে। ইয়েমেনি সূত্রের বরাতে কান আরও জানায়, প্রেসিডেন্ট প্রাসাদের ভেতরেও হামলা চালানো হয় এবং এতে হুতি সরকারের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বাউফলে ১০ দলীয় জোটের সমাবেশ
২৫ জানুয়ারি ২০২৬ ০৮:২১

আরো

সম্পর্কিত খবর