Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাইজেরিয়ায় বোকো হারামের ভয়াবহ হামলা, নিহত অর্ধশতাধিক

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ০৮:৫০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:১৭

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বোর্নো প্রদেশে জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় অন্তত ৫৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে এই হামলা হয় ক্যামেরুন সীমান্তঘেঁষা দারুল জামা গ্রামে।

গ্রামের বাসিন্দারা জানিয়েছেন, মোটরসাইকেলে আসা জঙ্গিরা নির্বিচারে গুলি চালায় ও ঘরবাড়ি পুড়িয়ে দেয়। নিহতদের মধ্যে ছয় সেনাসদস্যও রয়েছেন। তবে স্থানীয় প্রধানের দাবি, শনিবার সকাল পর্যন্ত কমপক্ষে ৭০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, নিখোঁজ রয়েছেন আরও অনেকে।

তিনি জানান, জঙ্গিরা ঘরে ঘরে গিয়ে পুরুষদের হত্যা করেছে এবং নারীদের ছেড়ে দিয়েছে। প্রায় প্রতিটি পরিবারই ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংস হয়েছে ২০টির বেশি বাড়িঘর ও অন্তত ১০টি যানবাহন।

বিজ্ঞাপন

স্থানীয়রা অভিযোগ করেছেন, হামলার আগে তিন দিন ধরে বোকো হারামের সমাবেশের বিষয়ে সেনাবাহিনীকে সতর্ক করা হলেও অতিরিক্ত বাহিনী পাঠানো হয়নি।

বাবাগানা মালা নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, “তারা সেনাদেরও পরাস্ত করেছে, যারা পরে আমাদের সঙ্গে বামা শহরে পালিয়ে আসে।”

হামলায় নিহত অনেকেই সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া বামার সরকারি মাধ্যমিক বিদ্যালয় বাস্তুচ্যুত ক্যাম্প থেকে গ্রামে ফিরে এসেছিলেন। নিহতের স্বজন হাজ্জা ফাতি ক্ষোভ প্রকাশ করে বলেন, “সরকার আমাদের নিরাপত্তার আশ্বাস দিয়েছিল। এখন আবার আমাদের স্বজনদের দাফন করতে হচ্ছে।”

২০০৯ সাল থেকে উত্তর-পূর্ব নাইজেরিয়ায় খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে বোকো হারামের তৎপরতায় এ পর্যন্ত প্রায় ৪০ হাজার মানুষ নিহত ও ২০ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। ২০১৬ সালে গোষ্ঠীটি ভেঙে বের হয় আইএসডব্লিউএপি। সাম্প্রতিক সময়ে উভয় গোষ্ঠীর হামলা বাড়ছে বলে জানিয়েছে নিরাপত্তা বিশ্লেষকরা।

সারাবাংলা/এমপি

নাইজেরিয়া নিহত হামলা

বিজ্ঞাপন

এক নজরে এশিয়া কাপ ২০২৫ এর টুকিটাকি
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:৩৩

হাটহাজারী থমথমে, আহত শতাধিক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১০:০০

আরো

সম্পর্কিত খবর