Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:১২

ফিলিস্তিনের গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দিকে দুটি রকেট নিক্ষেপ করা হয়েছে। ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, একটি রকেট প্রতিহত করা হলেও দ্বিতীয়টি জনবসতিহীন এলাকায় আঘাত হানে।

রোববার (৭ সেপ্টেম্বর) সকালে গাজা থেকে ইসরায়েলে রকেট হামলা চালানো হয়। খবর আল জাজিরার।

এদিকে গাজা সিটির দ্বিতীয় সর্বোচ্চ বহুতল ভবনটি গুড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। চলমান যুদ্ধে কাছাকাছি সময়ের মধ্যে প্রথম বড় কোনো টাওয়ারকে লক্ষ্যবস্তুতে পরিণত করলো আইডিএফ।

প্রায় তিন সপ্তাহের মধ্যে গাজা থেকে এটিই প্রথম রকেট নিক্ষেপের ঘটনা। রকেটের আঘাতে নেটিভোট শহর এবং আশেপাশের বেশ কয়েকটি সম্প্রদায়ে সাইরেন বেজে ওঠে। লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে তৎপর হয়ে উঠে বিশেষ বাহিনী। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিপদ কেটে গেছে বলে নাগরিকদের জানায় আইডিএফ।

বিজ্ঞাপন

ম্যাগেন ডেভিড অ্যাডম জরুরি পরিষেবা জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো আহত হওয়ার খবর পাওয়া যায়নি। স্থাপনা ক্ষয়ক্ষতিরও কোনো খবর পাওয়া যায়নি। তবে তারা সতর্ক রয়েছেন এবং পরবর্তী ঘটনায় নজর রাখছেন।

সারাবাংলা/এমপি

ইসরায়েল গাঁজা হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর