Monday 03 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেক্সিকোয় ডাবল ডেকার বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
৯ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২৫ ২০:৩২

মেক্সিকোর মধ্যাঞ্চলে ট্রেনের ধাক্কায় একটি ডাবল ডেকার বাস দুমড়েমুচড়ে গেছে। এতে নিহত হয়েছেন ১০ জন, আহত অন্তত ৬১ জন।

সোমবার স্থানীয় সময় সকালে বাসটি চলন্ত ট্রেনের সামনে দিয়ে যাওয়ার চেষ্টা করলে এ দুর্ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী সংস্থা জানিয়েছে, রেলক্রসিংয়ের নিয়ম মানলেই এ দুর্ঘটনা এড়ানো যেত।

দুর্ঘটনাস্থল মেক্সিকো সিটি থেকে প্রায় ১১৫ কিলোমিটার দূরে আত্লাকোমুলকো ও মারাভাতিও শহরের মাঝের মহাসড়কে। নিহতদের মধ্যে সাতজন নারী ও তিনজন পুরুষ রয়েছেন।

কর্তৃপক্ষ জানায়, আহতদের মধ্যে কেউ গুরুতর অবস্থায় আছেন। তবে কয়েকজনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

মেক্সিকোয় প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। শুধু ২০২৩ সালে দেশটির মহাসড়কে নিহত হয়েছেন প্রায় ১ হাজার ৯০০ জন।

সারাবাংলা/এমপি