Saturday 18 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যালভিন হোলসির পদত্যাগের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক
১৭ অক্টোবর ২০২৫ ১১:০১ | আপডেট: ১৭ অক্টোবর ২০২৫ ১২:২৩

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি।

লাতিন আমেরিকায় মার্কিন সামরিক বাহিনীর প্রধান অ্যাডমিরাল অ্যালভিন হোলসি নির্ধারিত সময়ের দুই বছর আগে পদত্যাগ করবেন। চলতি বছরের শেষেই তিনি দায়িত্ব ছাড়বেন বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) স্থানীয় সময় এক আকস্মিক ঘোষণায় এ তথ্য প্রকাশ করা হয়। ঘোষণার সময় ভেনেজুয়েলার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা লক্ষ্য করা গেছে।

রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান নিয়ে হোলসি ও হেগসেথের মধ্যে মতবিরোধ চলছিল। এমনকি পদত্যাগের আগেই হোলসিকে বরখাস্ত করা হবে কি না, তা নিয়েও আলোচনা হচ্ছিল।

মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য জ্যাক রিড হোলসির পদত্যাগকে উদ্বেগজনক হিসেবে মন্তব্য করেছেন। তিনি বলেন, “এই প্রশাসন আমাদের পূর্ববর্তী অভিজ্ঞতা এবং দক্ষ সামরিক নেতাদের উপেক্ষা করছে।”

বিজ্ঞাপন

অ্যাডমিরাল হোলসি ছিলেন মার্কিন যুদ্ধ কমান্ডের নেতৃত্ব দেওয়া দুই কৃষ্ণাঙ্গ চার-তারকা অফিসারের একজন। সামাজিক মাধ্যমে তিনি জানিয়েছেন, আগামী ১২ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে অবসর নেবেন।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর