Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চীনা পণ্যের শুল্ক ১০% কমালেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫ ১৩:০১ | আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:২১

চীনা পণ্যের ওপর আরোপিত মার্কিন শুল্ক ৫৭ শতাংশ থেকে কমিয়ে ৪৭ শতাংশে অর্থাৎ ১০ শতাংশ নামাতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর বিনিময়ে চীন আবারও মার্কিন সয়াবিন ক্রয় শুরু করবে, বিরল মৃত্তিকা (রেয়ার আর্থ) রফতানি অব্যাহত রাখবে এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য বন্ধ করবে বলে জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সঙ্গে বৈঠকের পর এ ঘোষণা দেন ট্রাম্প। খবর রয়টার্সের।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমরা চুক্তিতে পৌঁছেছি। এটি একটি অসাধারণ বৈঠক ছিল।’

বিজ্ঞাপন

এদিকে রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে এক বছরের বাণিজ্য চুক্তি হয়েছে, যা নিয়মিতভাবে নবায়ন করা হবে।

বৈঠকে শর্ত হিসেবে বেইজিংকে আবার আমেরিকান সয়াবিন কেনা শুরু করা, বিরল ধাতু রফতানি অব্যাহত রাখা এবং ফেন্টানাইলের অবৈধ বাণিজ্য নিয়ন্ত্রণে নেওয়ার প্রতিশ্রুতি দিতে হয়েছে।

ট্রাম্পের এই মন্তব্য তার এশিয়া সফরের সমাপ্তি হিসেবে দেখা হচ্ছে। সফরে তিনি দক্ষিণ কোরিয়া, জাপান ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে বাণিজ্য সাফল্যের কথাও তুলে ধরেছেন।

বিজ্ঞাপন

ইলিনয়ের ভলভো দ্বীপের রহস্য
৩০ অক্টোবর ২০২৫ ১৫:২৩

আরো

সম্পর্কিত খবর