Saturday 01 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচনে ৯৮ শতাংশ ভোটে তানজানিয়ার রাষ্ট্রপতি সামিয়ার জয়

আন্তর্জাতিক ডেস্ক
১ নভেম্বর ২০২৫ ১৩:২৫ | আপডেট: ১ নভেম্বর ২০২৫ ১৪:০৪

রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান।

তানজানিয়ার বিতর্কিত রাষ্ট্রপতি নির্বাচনে ৯৮ শতাংশ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছেন রাষ্ট্রপতি সামিয়া সুলুহু হাসান। শনিবার নির্বাচন কমিশন ঘোষিত চূড়ান্ত ফলে দেখা যায়, বুধবারের নির্বাচনে তিনি ৯৭ দশমিক ৬৬ শতাংশ ভোট পেয়েছেন।

রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, শনিবার (১ নভেম্বর) শপথগ্রহণ অনুষ্ঠিত হবে।

প্রধান প্রতিদ্বন্দ্বীদের নির্বাচনে অংশগ্রহণে বাধা দেওয়া এবং ভোটের আগেই বিরোধীদের দমন-পীড়নের অভিযোগে নির্বাচনের দিন রাজধানীসহ বিভিন্ন শহরে সহিংসতা ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীরা হাসানের ব্যানার ছিঁড়ে ফেলে ও সরকারি ভবনে আগুন দেয়। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি ছোড়ে।

বিজ্ঞাপন

বিরোধী দল চাদেমা জানিয়েছে, হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের তথ্য অনুযায়ী এ পর্যন্ত প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। তবে জাতিসংঘের মানবাধিকার অফিস বলছে, নিশ্চিত তথ্য অনুযায়ী তিনটি শহরে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে।

অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ থাবিত কম্বো আল জাজিরাকে বলেন, ‘নির্বাচন সুষ্ঠুভাবে হয়েছে, কোনো অতিরিক্ত বলপ্রয়োগ করা হয়নি। নিহতের সরকারি কোনো পরিসংখ্যানও সরকারের কাছে নেই বলে দাবি করেন তিনি।’

নির্বাচন কমিশনের হিসাবে, বুধবারের নির্বাচনে সামিয়া ৩ কোটি ২০ লাখ ভোটের মধ্যে প্রায় ৯৮ শতাংশ ভোট পেয়েছেন।

আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ভোটের স্বচ্ছতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা জানিয়েছেন, সহিংসতায় শতাধিক মানুষ নিহত ও বহু আহত হয়েছে। দেশজুড়ে ইন্টারনেট বন্ধ থাকায় সঠিক তথ্য যাচাই কঠিন হয়ে পড়েছে।

সরকার সহিংসতার মাত্রা কমিয়ে দেখানোর চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। অস্থিরতা দমনে দেশজুড়ে কারফিউও বাড়ানো হয়েছে।

এদিকে তানজানিয়ায় গত সপ্তাহের বিতর্কিত নির্বাচনের ফলাফল নিয়ে শুরু হওয়া আন্দোলনে প্রায় ৭০০ জন নিহত হয়েছেন। দেশটির বিরোধী দল এ তথ্য জানিয়েছে বলে শুক্রবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর