Sunday 09 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মার্কিন শাটডাউনের কারণে ১৪০০’র বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
৯ নভেম্বর ২০২৫ ১১:৫৮ | আপডেট: ৯ নভেম্বর ২০২৫ ১২:৫৩

ছবি: বিবিসি

ফেডারেল সরকারের শাটডাউনের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রে শনিবার ১ হাজার ৪০০টিরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এটি শাটডাউনের সময় বিমান চলাচলের কমানোর দ্বিতীয় দিন।

ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটঅ্যাওয়্যার জানিয়েছে, শুক্রবার ৭ হাজার টিরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছিল, তবে শনিবার প্রায় ৬ হাজার ফ্লাইট বিলম্বিত হয়েছে।

ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) ঘোষণা করেছে, দেশের ৪০টি ব্যস্ততম বিমানবন্দরে বিমান চলাচলের ক্ষমতা ১০% পর্যন্ত কমানো হবে, কারণ শাটডাউনের সময় নিয়ন্ত্রকরা বেতন ছাড়াই কাজ করছেন এবং ক্লান্ত।

শনিবার ছিল শাটডাউনের ৩৯তম দিন, যা ইতিহাসের দীর্ঘতম অচলাবস্থা। কংগ্রেসে রিপাবলিকান ও ডেমোক্র্যাটরা এখনও সরকার পুনরায় চালু করার তহবিল প্রস্তাবে একমত হতে পারেনি।

বিজ্ঞাপন

FAA জানিয়েছে, নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে সবচেয়ে দীর্ঘ অপেক্ষার সময় হয়েছে। আগমনকারীদের গড় বিলম্ব চার ঘণ্টা, যাত্রীর গড় বিলম্ব ১.৫ ঘণ্টা।

ফ্লাইটঅ্যাওয়্যারের তথ্য অনুযায়ী, সবচেয়ে বেশি বাতিল হওয়া বিমানবন্দরগুলি হলো- শার্লট/ডগলাস ইন্টারন্যাশনাল, নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক, শিকাগো ও’হেয়ার আন্তর্জাতিক।

আমেরিকান এয়ারলাইন্স এক বিবৃতিতে বলেছে, ‘ওয়াশিংটন, ডিসির নেতাদের শাটডাউন শেষ করার জন্য একটি তাৎক্ষণিক সমাধানে পৌঁছাতে হবে।’

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর