Tuesday 25 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাকিস্তানের বোমা হামলায় আফগানিস্তানে শিশুসহ নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫ ১২:৪৩

আফগানিস্তানের দক্ষিণ-পূর্ব খোস্ত প্রদেশে পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় কমপক্ষে নয় শিশু ও একজন নারী নিহত হয়েছেন বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

মঙ্গলবার (২৫ নভেম্বর) তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, খোস্তের গুরবুজ জেলায় মধ্যরাতে এই হামলা চালানো হয়। হামলায় ক্ষতিগ্রস্ত বাড়ি ছিল কাজী মীরের ছেলে ওয়ালিয়াত খানের।

মুজাহিদ বলেন, ‘নয়জন শিশুর মধ্যে ৫জন ছেলে ও ৪ মেয়ে ছিল এবং একজন নারী নিহত হয়েছেন। বাড়ি ধ্বংস হয়ে গেছে।’

তিনি আরও জানান, কুনার ও পাকতিকা প্রদেশে অন্যান্য বিমান হামলায় কমপক্ষে চার বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।

বিজ্ঞাপন

পাকিস্তানের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

হামলার দায় স্বীকার করেছে জামাত-উল-আহরার, পাকিস্তান তালেবানের একটি বিভক্ত গোষ্ঠী, যা টিটিপি নামে পরিচিত। পাকিস্তানের রাষ্ট্রসংবাদ সংস্থা পিটিভি জানিয়েছে, হামলাকারীরা আফগান নাগরিক এবং রাষ্ট্রপতি আসিফ জারদারি বলছেন, আফগান মাটি থেকে পরিচালিত হচ্ছে বিদেশী-সমর্থিত ফিতনা আল-খাওয়ারিজ।

এটি আফগানিস্তান-পাকিস্তানের মধ্যে উত্তেজনার নতুন ঘটনা। এ মাসের শুরুতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও আত্মঘাতী হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছিল, যার দায় স্বীকার করেছিল পাকিস্তান তালেবানের একটি অংশ।

২০২১ সালে তালেবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দুই দেশের সম্পর্ক খারাপ হয়ে গেছে। অক্টোবরে সীমান্ত সংঘর্ষে প্রায় ৭০ জন নিহত হওয়ার পর কাতার ও তুরস্কের মধ্যস্থতায় যুদ্ধবিরতি হয়েছে। তবে ইস্তাম্বুলে আলোচনায় স্থায়ী চুক্তিতে পৌঁছানো যায়নি। নিরাপত্তা ও টিটিপি যোদ্ধাদের নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে বিবাদ অব্যাহত রয়েছে।

পাকিস্তান তালেবানদের বিরুদ্ধে হামলা বৃদ্ধির জন্য আফগানিস্তানকে দায়ী করছে, যেখানে টিটিপি ও অন্যান্য শত্রুভাবাপন্ন গোষ্ঠী আশ্রয় নিচ্ছে। আফগানিস্তান এই অভিযোগ অস্বীকার করে বলছে, পাকিস্তানই দেশের শত্রুভাবাপন্ন গোষ্ঠীকে আশ্রয় দেয় এবং আফগানিস্তানের সার্বভৌমত্বকে সম্মান করে না।

বিজ্ঞাপন

২৯ নভেম্বর ইসির ‘মক ভোটিং’
২৫ নভেম্বর ২০২৫ ১৩:২৮

আরো

সম্পর্কিত খবর