Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মাদুরোকে বিচারের মুখোমুখি করা হবে: যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
৩ জানুয়ারি ২০২৬ ১৭:২৩ | আপডেট: ৩ জানুয়ারি ২০২৬ ১৯:০৭

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। তাকে তার অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

শনিবার (৩ জানুয়ারি) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন উপপররাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো তার অপরাধের জন্য শেষ পর্যন্ত বিচারের মুখোমুখি হবেন। তাকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আটক করে তুলে নিয়ে যাওয়ার দাবির পরই তিনি এই মন্তব্য করেছেন।

ক্রিস্টোফার ল্যান্ডাউ বলেন, মাদুরোর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মানবাধিকার লঙ্ঘন ও দুর্নীতির অভিযোগ রয়েছে এবং এসব অপরাধের জন্য তাকে জবাবদিহির আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

এর আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটকের দাবি করেছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এ দাবি করেছেন। শনিবার (৩ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার বিরুদ্ধে বড় ধরনের সামরিক হামলা চালিয়েছে এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়া হয়েছে।

শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প এসব দাবি করেন। তিনি লেখেন, যুক্তরাষ্ট্র সফলভাবে ভেনেজুয়েলার বিরুদ্ধে একটি বড় পরিসরের অভিযান পরিচালনা করেছে এবং এর অংশ হিসেবে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।

সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর