ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো লোপেজ দেশজুড়ে তাৎক্ষণিকভাবে সামরিক বাহিনী মোতায়েনের ঘোষণা করেছেন। তিনি বলেন, ভেনেজুয়েলা সবচেয়ে খারাপ আগ্রাসনের মুখোমুখি, তবে দেশ মাদুরোর নির্দেশ অনুসরণ করে প্রতিরক্ষা করতে প্রস্তুত।
শনিবার (৩ জানুয়ারি) প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের আক্রমণ করেছে, কিন্তু তারা আমাদের দমন করতে পারবে না।’
এর আগে, মার্কিন কর্মকর্তারা ঘোষণা দিয়েছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয়েছে এবং তাদের অপরাধের জন্য বিচারের মুখোমুখি করা হবে।
তারা আরও জানায়, ২০২০ সালে যুক্তরাষ্ট্রে মাদুরোর বিরুদ্ধে দুর্নীতি, মাদক পাচারসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছিল।
নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর তখন ঘোষণা দিয়েছিল মাদুরোকে গ্রেফতার বা দোষী সাব্যস্ত করতে সহায়ক তথ্য দিলে ৫ কোটি ডলার পুরস্কার দেওয়া হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘মাদুরোকে আটক করার জন্য যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে ভেনেজুয়েলায় অভিযান চালানো হয়েছে।’
ভেনেজুয়েলার প্রতিরক্ষা মন্ত্রীর এই মোতায়েন ঘোষণার সঙ্গে যুক্তরাষ্ট্রের অভিযানকে সংযোগ করে বিশ্লেষকরা বলছেন, দেশটির সেনাবাহিনী পুরোপুরি সতর্ক অবস্থানে রাখা হয়েছে এবং পরিস্থিতি যে কোনো উত্তেজনাপূর্ণ ঘটনা মোকাবিলার জন্য প্রস্তুত।