Monday 05 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ট্রাম্পের অভিযানের পর ভেনেজুয়েলাবাসীকে বিনা মূল্যে ইন্টারনেট দিচ্ছে স্টারলিংক

আন্তর্জাতিক ডেস্ক
৪ জানুয়ারি ২০২৬ ১১:৪৯ | আপডেট: ৪ জানুয়ারি ২০২৬ ১৪:৪৯

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান এবং প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে নিউইয়র্কে নেওয়ার পর ভেনেজুয়েলার জনগণকে বিনা মূল্যে ব্রডব্যান্ড ইন্টারনেট সরবরাহের ঘোষণা দিয়েছে স্টারলিংক।

স্টারলিংক, বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্কের স্যাটেলাইটভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান, এক্স (পূর্বের টুইটার) পোস্টে জানিয়েছে, আগামী ৩ ফেব্রুয়ারি পর্যন্ত ভেনেজুয়েলাবাসীরা বিনা খরচে ব্রডব্যান্ড ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এর ফলে দেশটির নাগরিকরা নির্বিঘ্নভাবে অনলাইন সংযোগে প্রবেশাধিকার পাবেন।

বিবিসির তথ্য অনুযায়ী, এই পদক্ষেপ ট্রাম্প প্রশাসনের সামরিক অভিযান এবং মাদুরোকে আটক করার পর সামাজিক ও যোগাযোগ ব্যবস্থার সচলতা বজায় রাখার এক অংশ হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমপি
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর