ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব নিয়েছেন ডেলসি রদ্রিগেজ। দায়িত্ব নিয়েই সহযোগিতার ভিত্তিতে কাজ করতে মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন তিনি। খবর সিএনএন।
রোববার (৫ জানুয়ারি) ভেনেজুয়েলার রাষ্ট্রপতির কার্যালয়ের ওয়েবসাইটে ডেলসি রদ্রিগেজের ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হওয়ার তথ্য জানানো হয়েছে। ওই দিন রাতে তার প্রথম মন্ত্রী পরিষদের বৈঠকের ছবি প্রকাশ করেছে রাষ্ট্রপতির কার্যালয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে ডেলসি বলেন, সহযোগিতার ভিত্তিতে কাজ করতে তিনি মার্কিন সরকারকে আহ্বান জানিয়েছেন। আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে পারস্পরিক উন্নয়ন নিশ্চিত করা এবং দীর্ঘস্থায়ী শান্তিপূর্ণ সহাবস্থান জোরদার করার লক্ষ্যে কাজ করবেন বলে জানান দেলসি।
বিবৃতিতে তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য হবে স্থায়ী সম্প্রদায়ের সহাবস্থানকে শক্তিশালী করার জন্য আন্তর্জাতিক আইনের কাঠামোর মধ্যে ভাগ করে নেওয়া উন্নয়ন’।
ডেলসি ওই বিবৃতিতে আরও জানান, ‘আমাদের জনগণ ও আমাদের অঞ্চল শান্তি ও সংলাপ চায়। যুদ্ধ নয়। প্রেসিডেন্ট নিকোলা মাদুরো বরাবর এই বার্তা দিয়েছেন। আর এই বার্তা এখন পুরো ভেনেজুয়েলার।’
রদ্রিগেজ বলেন, ভেনেজুয়েলা মার্কিন যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলের সাথে ‘সুষম এবং সম্মানজনক আন্তর্জাতিক সম্পর্কের’ দিকে অগ্রসর হওয়াকে ‘অগ্রাধিকার’ দেবে।
ডেলসি আরও বলেন, ভেনেজুয়েলায় শান্তি, উন্নয়ন, সার্বভৌমত্বের অধিকার রয়েছে।
এর আগে দেওয়া এক বিবৃতিতে দেলসি বলেছিলেন, মার্কিন সেনা বাহিনীকে নিষ্ঠুরভাবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র মাদুরোকে তুলে নিয়েছে। এই বিবৃতির তুলনায় পরবর্তী বিবৃতিতে ডেলসিকে অনেকটাই সুর নরম করতে দেখা গেছে।