Friday 09 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্কারোপের সম্মতি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৮ জানুয়ারি ২০২৬ ১৪:২১ | আপডেট: ৮ জানুয়ারি ২০২৬ ১৮:১৪

রাশিয়ার কাছ থেকে তেল কেনার কারণে ভারতসহ বেশ কিছু দেশের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত আমদানি শুল্ক আরোপ করার বিলে সম্মতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই বিল পাস হলে ভারত, চীন এবং ব্রাজিলের মতো দেশগুলো রাশিয়ার সঙ্গে বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য যুক্তরাষ্ট্রের শাস্তিমূলক ব্যবস্থার মুখে পড়তে পারে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

বলা হয়েছে এই বিলের কারণে, যেসব দেশ জেনেশুনে রাশিয়ার তেল বা ইউরেনিয়াম কিনবে, মার্কিন প্রেসিডেন্ট তাদের ওপর ৫০০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করতে পারবেন।

বিলটি সিনেটর লিন্ডসে গ্রাহাম এবং ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল যৌথভাবে তৈরি করেছেন।

বিজ্ঞাপন

হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর মার্কিন রিপাবলিকান পার্টির সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেন, ট্রাম্প এই দ্বিপক্ষীয় (রিপাবলিকান ও ডেমোক্রেটিক উভয় পার্টির) ‘রাশিয়া স্যাংশন বিল’-এ (রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা) সম্মতি দিয়েছেন। ’

তিনি আরও জানান, তিনি হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন। সেই সময় ট্রাম্প বিলটির প্রতি তার সমর্থন জানান।

হোয়াইট হাউজের একজন কর্মকর্তা অ্যাসোসিয়েটেড প্রেসকে সাক্ষাৎকার দেওয়ার সময়ও বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রাহাম এক বিবৃতিতে বিলটি সম্পর্কে বলেন, ‘আগামী সপ্তাহেই বিলটি নিয়ে ভোটাভুটি হতে পারে। আমি মনে করি, এখনই বিলটি পাস হওয়ার উপযুক্ত সময়। কারণ যখন ইউক্রেন শান্তি চুক্তির দিকে এগিয়ে যেতে চাচ্ছে, তখন পুতিন কেবল নিরপরাধদের হত্যা করে যাচ্ছেন। তাই পুতিনকে দমাতে এই বিল সঠিক সময়েই আনা হয়েছে।’

এই কঠোর নিষেধাজ্ঞার মূল লক্ষ্য হলো মস্কোকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দেওয়া, যাতে পুতিন ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে আলোচনার টেবিলে বসতে বাধ্য হন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে রফতানি করা কিছু পণ্যে ভারত ৫০ শতাংশ শুল্ক দিচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ আগে থেকেই রাশিয়ার তেল কেনার কারণে আরোপিত। নতুন এই বিল পাস হলে এই শুল্কের পরিমাণ আকাশচুম্বী হতে পারে, যা দুই দেশের বাণিজ্যে বড় প্রভাব ফেলবে।

বিজ্ঞাপন

ইসিতে আপিলের শেষ দিন আজ
৯ জানুয়ারি ২০২৬ ১০:২৮

আরো

সম্পর্কিত খবর