Monday 12 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানে আবার ইন্টারনেট চালু করতে মাস্কের সঙ্গে কথা বলবেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১২ জানুয়ারি ২০২৬ ১১:২০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১৩:০০

ছবি: রয়টার্স

ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভের মধ্যে দেশটির কর্তৃপক্ষ ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দিয়েছে। এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে ইন্টারনেট পরিষেবা আবার চালুর বিষয়ে তিনি ইলন মাস্কের সঙ্গে কথা বলার পরিকল্পনা করছেন।

রয়টার্সের খবরে বলা হয়েছে, রোববার (১২ জানুয়ারি) সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প।

মাস্কের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান স্পেসএক্সের স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ ইরানে ব্যবহারের সম্ভাবনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন ট্রাম্প। এসময় মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি (মাস্ক) এ ধরনের কাজে খুবই পারদর্শী। তার খুব ভালো একটি প্রতিষ্ঠান আছে।

বিজ্ঞাপন

যদিও মাস্ক কিংবা স্পেসএক্স তাৎক্ষণিকভাবে ট্রামেপর মন্তব্যের কোনো জবাব দেয়নি।

ট্রাম্প ও মাস্কের মধ্যকার সম্পর্ক দীর্ঘদিন উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। ট্রাম্পের নির্বাচনী প্রচারে মাস্ক বিপুল পরিমাণ অর্থ ব্যয় করেছিলেন। পরবর্তী সময়ে তিনি মার্কিন ফেডারেল সরকারের ব্যয় ব্যাপকভাবে কমানোর উদ্যোগে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

গত বছর ট্রাম্পের গুরুত্বপূর্ণ কর সংস্কার বিলের বিরোধিতা করেন মাস্ক। এর জেরে দুজনের মধ্যে প্রকাশ্য তিক্ততা তৈরি হয়েছিল। তবে চলতি মাসে ফ্লোরিডার মার-আ-লাগো রিসোর্টে তাদের একসঙ্গে নৈশভোজ করতে দেখা গেছে। এ ঘটনা থেকে ধারণা করা হচ্ছে, তাদের সম্পর্ক আবার জোড়া লেগেছে।

২০২২ সালের পর সবচেয়ে বড় সরকারবিরোধী বিক্ষোভের মুখে পড়েছে ইরান। মূল্যস্ফীতি ও আর্থিক দুরবস্থার প্রতিবাদে এ বিক্ষোভ শুরু হলেও দ্রুত তা রাজনৈতিক রূপ নেয়। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) থেকে ইরানে ইন্টারনেট বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

ফের পেছাল ব্রাকসু নির্বাচন
১২ জানুয়ারি ২০২৬ ১২:৫৬

আরো

সম্পর্কিত খবর