Tuesday 13 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইরানের সঙ্গে বাণিজ্য করলে ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৬ ১০:০৬ | আপডেট: ১৩ জানুয়ারি ২০২৬ ১০:১০

সাংবাদিকদের সাথে কথা বলছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই শুল্ক অবিলম্বে কার্যকর করা হবে।

মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হযেছে, ইরানের ওপর চাপ আরও বাড়াতে সোমবার (১২ জানুয়ারি) এ ঘোষণা দিয়েছেন ট্রাম্প। অর্থাৎ ইরানের প্রধান বাণিজ্যিক সম্পর্ক থাকা চীন, ভারত, রাশিয়া, তুরস্ক এবং ইরাকসহ বেশ কয়েকটি দেশের পণ্য আমেরিকান আমদানিকারকদের জন্য উচ্চ মূল্যে নির্ধারণ করা।

সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লেখেন, ‘ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক থাকা যেকোনো দেশকে যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। অবিলম্বে এটি কার্যকর। আর এই আদেশ চূড়ান্ত।’

বিজ্ঞাপন

মাত্র তিনটি বাক্যের এই পোস্ট থেকে শুল্ক আরোপের বিষয়ে নিশ্চিত হওয়া গেলেও, কিভাবে তা ধার্য করা হবে তার কোনো ব্যাখ্যা নেই। উদাহরণস্বরূপ, বিদ্যমান আমদানি করের পাশাপাশি নতুন শুল্ক আরোপ করা হবে কিনা তাও স্পষ্ট নয়।

কাউন্সিল অন ফরেন রিলেশনসের অর্থনীতিবিদ ব্র্যাড সেটসারের মতে, যদি সত্যিই এই শুল্ক আরোপ হয়, তবে মার্কিন অর্থনীতিতে ‘মিনিংফুল শক’ অর্থাৎ বেশ বড় একটি ‘ধাক্কা’ লাগবে।

যুক্তরাষ্ট্রে রোববারই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যেই শুল্ক আরোপের এ ঘোষণা এল।

এর আগে সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বলেন, ইরান নিয়ে আলোচনায় অনেক বিকল্প উপায়ের মধ্যে একটি হলো বিমান হামলা।

বিজ্ঞাপন

শীতে বাড়ছে রোগ ও রোগী [ছবি]
১৩ জানুয়ারি ২০২৬ ০০:১২

আরো

সম্পর্কিত খবর