মুম্বাইয়ের রেস্টুরেন্টে অগুন, নিহত ১৪
২৯ ডিসেম্বর ২০১৭ ০৯:৪৪
সারাবাংলা ডেস্ক
ভারতের মুম্বাইয়ের একটি বহুতল ভবনে আগুন লেগে ১৫ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে অন্তত ১৯ জন। নিহতদের অধিকাংশের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
এনডিটিভি সূত্রে জানা যায়, ২৮ ডিসেম্বর রাত সাড়ে ১২ টার দিকে একটি বহুতল ভবনের তৃতীয় তলায় অবস্থিত মোজো লাউঞ্জ নামের একটি রেস্টুরেন্টে প্রথমে আগুন লাগে। এর কিছুক্ষণের মধ্যে আগুন আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে।
আগুন লাগার সময় কমলা মিলস নামের ওই বহুতল ভবনে প্রায় ৫০ জনের মতো অবস্থান করছিলেন।
মুম্বাই ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট তিন ঘণ্টা চেষ্টার পরে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের দেওয়া তথ্য থেকে জানা গিয়েছে, ঐ রেস্টুরেন্টে পর্যাপ্ত অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না।
সারাবাংলা/এসআর/এমএ