Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিলিপাইনের গির্জা থেকে লুট করা ঘন্টা ফিরিয়ে দিল যুক্তরাষ্ট্র


১৬ ডিসেম্বর ২০১৮ ০৪:৫২

। স্পেশাল করেসপন্ডেন্ট।।

ঢাকা: ফিলিপাইনের এক গির্জা থেকে শতবর্ষেরও আগে লুট করা ব্রোঞ্জের ৩টি ঘন্টা শনিবার (১৫ ডিসেম্বর) ফিরিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র।

বিবিসি জানিয়েছে, ১১৭ বছর আগে ১৯০১ সালে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যুদ্ধে যুক্তরাষ্ট্রের সেনারা ফিলিপাইনের ব্যালাঙ্গিয়া শহরের গির্জা থেকে ৩টি ঘণ্টা লুট করে। ব্রোঞ্জের তৈরি ওই ঘন্টাগুলো শনিবার ফিলিপাইনকে ফেরত দিয়েছে যুক্তরাষ্ট্র।

ফিলিপাইনের রাষ্ট্রপতি রদ্রিগো দুতারতে ঘণ্টাগুলো এক অনুষ্ঠানের মাধ্যমে বুঝে নেন। এই সময়ে তিনি ঘন্টাটা বাজিয়ে দেখেন।

এই ঘন্টাগুলো ফিলিপাইনের স্বাধীনতার প্রতীক। ১৯০৭ সালে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন যুদ্ধে বালাঙ্গিয়া শহরে ফিলিপাইনের সেনারা যুক্তরাষ্ট্রের সেনাদের বিরুদ্ধে এ্যমবুশ হামলা করলে ৪৮ জন আমেরিকান সেনা নিহত হয়।

ওই ঘটনার পর পাল্টা প্রতিশোধ নিতে যুক্তরাষ্ট্র সেনারা ফিলিপাইনের ব্যালাঙ্গিয়ায় মানুষ তাণ্ডব চালায়। হাজারেরও বেশি মানুষ হত্যা করা হয় ব্যালাঙ্গিয়ায় শহরে। সেই সঙ্গে ফিরিয়ে দেয়া ঘন্টাগুলো লুট করে নেয় যুক্তরাষ্ট্র সেনারা।

সারাবাংলা/জেআইএল/এমএইচ

ঘন্টা ফিলিপাইন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর