Monday 07 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির মৃত্যু


২১ জানুয়ারি ২০১৯ ০০:৩২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

।। সারাবাংলা ডেস্ক ।।

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জাপানের মাসাজো নোনাকা মারা গেছেন। বার্তা সংস্থা এএফপি’র খবরে বলা হয়েছে, রোববার (২০ জানুয়ারি) ১১৩ বছর বয়সে মারা গেছেন নোনাকা।

গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকর্ড অনুযায়ী, মানবেতিহাসে যে বছর রাইট ভ্রাতৃদ্বয় প্রথম বিমান উড়িয়েছিলেন, তার দুই বছর পর ১৯০৫ সালের জুলাইয়ে জন্ম মাসাজো নোনাকার। তার জন্মের মাত্র কয়েকমাস আগেই জগদ্বিখ্যাত বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন তার আপেক্ষিকতার তত্ত্ব প্রকাশ করেন। প্রথম বিশ্বযুদ্ধের সময় নোনাকা ছিলেন কিশোরী। দ্বিতীয় বিশ্বযুদ্ধও প্রত্যক্ষ করেন তিনি।

২০১৮ সালেও বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির তালিকায় দ্বিতীয় স্থানে ছিলেন নোনাকা, প্রথম স্থানে ছিলেন স্পেনের ফ্রান্সিসকো নুনেজ অলিভেরা। গত বছর অলিভেরার মৃত্যু হলে গিনেজ বুকে সবচেয়ে বয়স্ক ব্যক্তি হিসেবে স্থান করেন নেন মাসাজো নোনাকা।

বিজ্ঞাপন

জাপানের স্থানীয় গণমাধ্যম কিউদো নিউজকে নোনাকা’র নাতনী ইয়োকো বলেন, ‘তাকে হারিয়ে আমরা মর্মাহত। তিনি আমাদের পরিবারকে অকারণ ব্যতিব্যস্ত না করেই চলে গেছেন।’

মাসাজো নোনাকারা ছয় ভাই ও এক বোন। তিনি ১৯৩১ সালে বিয়ে করেন এবং পাঁচ সন্তানের জনক হন।

সারাবাংলা/টিআর/এসএন

জাপান মৃত্যু সবচেয়ে বয়স্ক ব্যক্তি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর