Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে নিশানের কারখানা খুলছে ১ জুন


২৮ মে ২০২০ ০৮:২২

আগামী সোমবার (১ জুন) থেকে যুক্তরাষ্ট্রের কারখানায় ফের গাড়ি উৎপাদন শুরু করবে জাপানের বিখ্যাত অটোমোবাইল কোম্পানি নিশান মোটর। কোম্পানিটির অপর দুই জাপানি প্রতিদ্বন্দ্বী টয়োটা মোটর ও হোন্ডা মোটর আমেরিকায় উৎপাদন শুরুর তিন সপ্তাহ পর নিশান মোটর এমন সিদ্ধান্ত নিলো।

বুধবার নিশান এক ঘোষণায় জানায়, ক্যান্টন, মিসিসিপিতে গাড়ির যন্ত্রাংশ সংযোজন কারখানা আগামী সোমবার থেকে চালু হবে। এছাড়া স্মার্না, টেনেসিতে অবস্থিত কারখানা চালু হবে ৮ জুন থেকে।

বিজ্ঞাপন

মহামারী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে যুক্তরাষ্ট্রে বেশিরভাগ অটোমোবাইল কারখানা গত মার্চে বন্ধ হয়ে যায়। তবে টেনেসি ও ও মিসিসিপি রাজ্যে অন্যন্য রাজ্যের চেয়ে আগেই ফের কার্যক্রম চালু হয়। দুই রাজ্যের স্টে অ্যাট হোম নির্দেশনা গত ২৭ এপ্রিল শেষ হয়। যুক্তরাষ্ট্রের গাড়ি নির্মাণ শিল্পের অন্যতম দুই হাব নিউইয়র্ক ও মিশিগানে এখনও লকডাউন পরিস্থিতি বিরাজ করছে।

করোনাভাইরাস নিশান মোটর

বিজ্ঞাপন
সর্বশেষ

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর