Wednesday 11 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারতে ১১ বছরে সর্বনিম্ন প্রবৃদ্ধি, তবুও স্বস্তি


২৯ মে ২০২০ ২২:৪৯

গত দুই বছর ধরে ভারতের অর্থনীতিতে মন্দাভাব লক্ষ্য করা যাচ্ছে। এরইমধ্যে মহামারি করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশটির মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি অর্থ বছরের শেষ প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মাত্র ৩.১ শতাংশ হারে অর্জিত হয়েছে। এক প্রান্তিকে প্রবৃদ্ধি অর্জনের এমন হার গত ১১ বছরে সবচেয়ে কম। এর আগে ২০০৯ সালে মহামন্দার সময় এক প্রান্তিকে এমন নিম্ন প্রবৃদ্ধি হয়েছিলো ভারতে।

শুক্রবার (২৯ মে) অর্থ মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক পরিসংখ্যানে দেখা যায়, অর্থ বছরের তৃতীয় প্রান্তিকের চেয়ে এবার জিডিপি প্রবৃদ্ধির হার কমেছে। মহামারি করোনাভাইরাস ঠেকাতে লকডাউন ও বিশ্ব পরিস্থিতির কারণে এমনটা হয়েছে বলে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তবে মহামারিতে সম্ভাব্য প্রবৃদ্ধি নিয়ে এর আগে বিশ্লেষকদের পূর্বাভাসের চেয়ে এই হার বেশি।

আর্থিক বছর শেষে ভারতের জিডিপি প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪.২ শতাংশ। উল্লেখ্য, গেল অর্থ বছরে ভারতে জিডিপি বৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ।

মহামারির সময়ে এক প্রান্তিকে প্রবৃদ্ধির এমন হার দেশটির নীতিনির্ধারকদের অনেকটাই স্বস্তি দিচ্ছে। কেননা এর আগে দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’ এক পূর্বাভাসে জানিয়েছিলো, এ প্রান্তিকে মাত্র ১.২ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জিত হতে পারে। এছাড়া বার্তা সংস্থা রয়টার্স দেশটির অর্থনীতিবিদদের মতামত নিয়ে পরিচালিত এক জরিপ শেষে জানিয়েছিলো,  এ প্রান্তিকে ২.১ শতাংশ হারে প্রবৃদ্ধি হতে পারে।

ভারত


বিজ্ঞাপন
সর্বশেষ

৩ বছরের কাজ শেষ হয়নি ৬ বছরেও
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩১

ব্রাজিলকে হারিয়ে প্যারাগুয়ের চমক
১১ সেপ্টেম্বর ২০২৪ ০৮:৩০

সম্পর্কিত খবর