মহামারি করোনাভাইরাসে বড় ধাক্কা লেগেছে অ্যাভিয়েশন খাতে। দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় এয়ারলাইনসগুলো পড়েছে বিপাকে। যুক্তরাজ্যের পতাকাবাহী এয়ারলাইন ব্রিটিশ এয়ারওয়েজও পড়েছে বড় আর্থিক সংকটে। এবার সংকট কাটিয়ে উঠতে অর্থ সংস্থানের নতুন এক উপায় বের করলো প্রতিষ্ঠানটি। সংগ্রহে থাকা কিছু শিল্পকর্ম নিলামে বিক্রি করার পরিকল্পনা নিয়েছে ব্রিটিশ এয়ারওয়েজ।
ব্রিটিশ এয়ারওয়েজের সংগ্রহে ড্যামিয়েন রিস্ট, ব্রিজেট রিলে, পিটার ডইগ, ট্রেসি এমিন, আনিশ কাপুরের মত বিখ্যাত চিত্র শীল্পিদের চিত্রকর্ম রয়েছে। এর মধ্যে ১০টি চিত্রকর্ম বিক্রির সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। তবে কোন দশটি বিক্রি করা হবে তা জানা যায়নি। প্রতিটি চিত্রকর্ম ১০ লাখ পাউন্ডের বশি দরে বিক্রি হবে বলে আশা করছে ব্রিটিশ এয়ারওয়েজ।
ইভিনিং স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে এ খবর প্রকাশ পেয়েছে। তবে ব্রিটিশ এয়ারওয়েজের তরফ থেকে এখন পর্যন্ত এ ব্যাপারে কিছু জানানো হয়নি। ইভিনিং স্ট্যান্ডার্ডের প্রতিবেদনে দাবি করা হয়— অনেকটা নীরবেই এ কাজ সারতে চাইছে ব্রিটেনের সরকারি এ এয়ারলাইন।
সংগ্রহে থাকা চিত্রকর্ম বিক্রি করে সংকট সামাল দেওয়ার এ উদ্যোগ— প্রতিষ্ঠানটির একজন কর্মীর পরামর্শ বলে দাবি করা হয় ওই প্রতিবেদনে।
উল্লেখ্য, করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে দেশে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি হওয়ায় ক্ষতির মুখে পড়েছে অ্যাভিয়েশন খাত। ব্যয় সঙ্কোচন করতে কর্মী ছাটাইয়ের পথ বেছে নিচ্ছে এয়ারলাইনগুলো।